ঢাকা, শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ১২:২০ পূর্বাহ্ন
রায়গন্জে আমন রোপনে ব্যস্ত সময় পার করছেন কৃষক ও শ্রমিকেরা
মোঃমোকাদ্দেস হোসাইন সোহান, রায়গন্জ, (সিরাজগন্জ)

সিরাজগন্জের রায়গন্জে চলতি আমন মৌসুমে রোপা আমন রোপনে ব্যস্ত সময় পার করছেন উপজেলার কৃষক ও শ্রমিকেরা।চলতি বাংলা মাসের মধ্যে আমন রোপন করতে না পারলে ফলন কম হওয়ার সম্ভাবনা থাকে।সেই লখ্যে কৃষকেরা একদিকে যেমন সময় মতো জমিতে আমন রোপনে ব্যস্ত তেমনি শ্রমিকেরাও ব্যস্ত কৃষকের জমি রোপন কাজে।

উপজেলার মিরের দেউলমূড়া গ্রামের শ্রমিক মোঃআব্দুর রাজ্জাক জানান,অনেকেই প্রতি বিঘা (৩৩ শতাংশ)জমি রোপনে মজুরি হিসেবে ৯০০ টাকা থেকে ১ হাজার টাকা নিলেও আমরা তা নিচ্ছি না।আমরা দিন হাজিরা হিসেবে কৃষকের নিকট থেকে নিচ্ছি ৪০০ থেকে ৫০০ টাকা।

এই মুহূর্তে শ্রমিকেরা কৃষকের জমি রোপনে বেশ ব্যস্ত সময় পার করছেন।এই ব্যস্ত হয়তো থাকবে আর অল্প কিছুদিন।তাই শ্রমিকেরা মনে করছেন এই সময়টা তাদের বাড়তি বা মৌসুমী আয়ের একটি অংশ।উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তর সূত্রে জানা যায়,এ পর্যন্ত উপজেলার প্রায় ৪০ থেকে ৪৫ ভাগ জমি কৃষকের রোপন কাজ সম্পন্ন করেছে।বাকি কাজ আগামি ১৫ থেকে ২০ দিনের মধ্যে সম্পন্ন হবে বলে মনে করেন উপজেলার কৃষক ও শ্রমিকেরা।

Leave a Reply

Your email address will not be published.

x