বৈরী আবহাওয়ার কারণে শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। তীব্র স্রোত ও প্রবল বাতাসের কারণে পদ্মা উত্তাল হতে শুরু হওয়ায় ফেরি চলাচল বন্ধ করে দেয়া হয়।
বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডাব্লিউটিসি) শিমুলিয়াঘাট ব্যবস্থাপক (বাণিজ্য) মো. ফয়সাল বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘সকাল থেকে নৌরুটে সাতটি ফেরিযোগে যানবাহন পারাপার হলেও দুপুরে প্রবল বাতাস ও তীব্র স্রোত দেখা দিলে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করা হয়।
বাতাস কমে যাওয়ায় পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক হবে বলে জানান তিনি। এদিকে ফেরি বন্ধ থাকায় এখন পর্যন্ত ঘাটে দেড় শতাধিক গাড়ি পদ্মা পারের অপেক্ষায় আছে বলে জানা গেছে।