ঢাকা, শুক্রবার ১৭ মে ২০২৪, ০৫:০০ অপরাহ্ন
কালকিনিতে পুষ্টি বাগান স্হাপনের লক্ষ্যে কৃষকদের মাঝে সার,বীজ ও ফলের চারা বিতরণ
রকিবুজ্জামান, মাদারীপুর জেলা প্রতিনিধিঃ

 

মাদারীপুরের কালকিনি কৃষি বিভাগের তৎপরতায় দিন দিন কালকিনি উপজেলার কৃষি খাতের ব্যাপক উন্নতি সাধিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় পুষ্টিবাড়ী স্হাপনের লক্ষ্য
প্রদর্শনী ভুক্ত কৃষক-কৃষাণীদের মাঝে পারিবারিক পুষ্টি বাগান স্হাপনের লক্ষ্যে বিভিন্ন ফলের চারা,সবজির বীজ এবং রাসায়নিক ও জৈবসার বিতরণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৯ জুলাই) সকালে উপজেলা কৃষি অফিসের সামনে এ দ্রব্যাদি বিতরণ করেন কালকিনি উপজেলা কৃষি কর্মকর্তা মিল্টন বিশ্বাস । বারি আম ৪,থাই পেয়ারা ও বারোমাসি সজিনা,সিডলেস লেবুসহ অন্যান্য ফলের চারা, সবজির বীজ ও সার পেয়ে কৃষকরা আনন্দীত।

তারা বলেন,কালকিনি কৃষি বিভাগের কর্মকর্তাদের সহযোগিতার ফলে আজ আমরা কৃষিখাতে বিভিন্ন কিছু চাষাবাদের মাধ্যমে লাভবান হতে পেরেছি।

এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা মিল্টন বিশ্বাস বলেন, কৃষকদের সাথে নিয়েই আমাদের কাজ।তাই তাদের পরিবারের পুষ্টি চাহিদা পূরনের লক্ষ্যে আমাদের এই উদ্যোগ। কৃষকদের প্রতি কালকিনি কৃষি বিভাগের কর্মকর্তাদের সহযোগিতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published.

x