ঢাকা, শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১২:৪৫ পূর্বাহ্ন
জামালপুরে সর্বশেষ করোনা পরিস্থিতি
এ,এস,পলাশ,বিভাগীয় প্রতিনিধি-

আজ ২৯ জুলাই জামালপুরের সর্বশেষ প্রতিবেদনে, জামালপুর শেখ হাসিনা মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ১৬৪ টি নমুনা পরীক্ষায় ১৬ জন, ময়মনসিংহ মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে জামালপুর জেলায় স্থায়ী নিবাসীর ১৩ টি নমুনা পরীক্ষায় ৩ জন এবং জেলা/উপজেলা পর্যায়ে RA টেস্টে ১২৮ টি নমুনা পরীক্ষায় ২৩ জন অর্থাৎ মোট ৩০৫ টি নমুনা পরীক্ষায় আরও মোট ৪২ জন (জামালপুর সদর- ১৫ জন, মেলান্দহ- ৫ জন, মাদারগঞ্জ- ৩ জন, ইসলামপুর- ১ জন, সরিষাবাড়ী- ৪ জন, দেওয়ানগঞ্জ- ৫ জন ও বকশীগঞ্জ- ৯ জন) কোভিড-১৯ সংক্রমণ শনাক্ত হয়েছে।

সর্বমোট সংক্রমণ শনাক্ত ৪২০৯ জন।

 

সর্বশেষ এলাকা ভিত্তিক শনাক্তঃ

জামালপুর সদর- গোলাপবাগ, আমলাপাড়া, সদর, ফুলবাড়িয়া, সর্দারপাড়া, সিআইডি অফিস, কেন্দুয়া, শাহপুর ২ জন, নান্দিনা ৩ জন, মুকুন্দবাড়ী, কাছারীপাড়া ও আরটি-পিসিআর ল্যাব।

মেলান্দহ- হাজরাবাড়ী ২ জন, মেলান্দহ ২ জন ও দুরমুঠ।

মাদারগঞ্জ- চর ভাটিয়ানী, মোসলেমাবাদ ও বেলাভরদ।

ইসলামপুর- গাঁওকূড়া।

সরিষাবাড়ী- হরখালী, মুলবাড়ী, মাইজবাড়ী ও মালাবাজার।

দেওয়ানগঞ্জ- দেওয়ানগঞ্জ ৩ জন, ডিক্রীরচর ও বানিয়ানীর চর।

বকশীগঞ্জ- কালামপুর ২ জন, টাংগারীপাড়া ৩ জন, কলকীহারা, বকশীগঞ্জ, মোল্লাবাড়ী ও চর কাউনিয়া।

 

সর্বশেষ সুস্থ ৪৮ জন (জামালপুর সদর- ১৩ জন, মাদারগঞ্জ- ১০ জন, ইসলামপুর- ১৩ জন, সরিষাবাড়ী- ৫ জন, দেওয়ানগঞ্জ- ২ জন ও বকশীগঞ্জ- ৫ জন)।

সর্বমোট সুস্থ ৩৬৮০জন।

 

সর্বশেষ মৃত্যু ০ জন।

সর্বমোট মৃত্যু ৮১ জন।

 

সর্বশেষ রেফার্ড ০ জন।

মোট রেফার্ড ৪১ জন।

 

সর্বশেষ নমুনা সংগ্রহ- ৩০৫ টি।

সর্বশেষ নমুনা পরীক্ষা- ৩০৫ টি।

সর্বশেষ নমুনা পরীক্ষা পেন্ডিং- ১১ টি।

সর্বমোট নমুনা পরীক্ষা- ৩১৯৩৪ টি।

সর্বমোট নমুনা সংগ্রহ- ৩১৯৪৫ টি।

Leave a Reply

Your email address will not be published.

x