ঢাকা, বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ০৯:৩৪ পূর্বাহ্ন
শ্রীমঙ্গলে আবারো বিরল প্রজাতির সাপ উদ্ধার
এম.মুসলিম চৌধুরী শ্রীমঙ্গল (মৌলভীবাজার)

শ্রীমঙ্গলে আবারো বিরল প্রজাতির সাপ উদ্ধার

আবারও মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মানুষের বাড়িতে দাড়াশ সাপ ধরা পড়েছে। সাপটিকে উদ্ধার করে লাউয়াছড়া বনে অবমুক্ত করা হয়েছে।

এ সপ্তাহে দোকান ঘর থেকে আরেকটি দাড়াশ সাপ উদ্ধার করা হয়েছিল।  শ্রীমঙ্গলস্থ বাংলাপদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক সজল দেব জানান, শ্রীমঙ্গল সদর ইউনিয়নের নোয়াগাও গ্রামে সুরুজ’ আলীর বাড়িতে তাদের সবজী ক্ষেতের জালে আটকা পড়ে বিশাল আকৃতির একটি দাড়াশ সাপ। সাপটি জালে আটকের পর চারিদিকে লাফালাফি শুরু করে। বাড়ির লোকজন ভয় পেয়ে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে খবর দেন।

খবর পেয়ে মঙ্গলবর রাত ১০টার দিকে ঘটনাস্থলে গিয়ে জাল কেটে সাপটিকে উদ্ধার করেন। পরে বন বিভাগের উপস্থিতিতে রাত ১১ টার দিকে লাউয়াছড়া বনে অবমুক্ত করেন। তিনি জানান, জাল কেটে সাপটিকে উদ্ভার না করলে সাপটি নিশ্চিত মারা যেতো। লাউয়াছড়া বনে সাপটি অবমুক্ত করার সময় উপস্থিত ছিলেন লাউয়াছড়া ক্যাম্প কর্মকর্তা আনিসুজ্জামান , এফ.জি সুব্রত সরকার ও তাজুল ইসলাম,ও বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন এর কর্মীরা

Leave a Reply

Your email address will not be published.

x