কক্সবাজারের ঈদগাঁওকে উপজেলা অনুমোদন দেওয়ায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) ঈদগাঁও উপজেলা শাখার উদ্যাগে এক দোয়া এবং শুকরানা অনুষ্ঠিত হয়।
গতকাল বাদ মাগরিব ঈদগাহ আদর্শ শিক্ষা নিকেতন কেজিস্কুল জামে মসজিদে এ অনুষ্ঠান আয়োজন করে বিএমএসএফ। এতে সংক্ষিপ্ত আলোচনা শেষে মোনাজাত পরিচালনা করেন অত্র মসজিদের খতীব, বিশিষ্ট ওয়ায়েজ হয়রত মাওলানা এনামুল হক ইসলামাবাদী।
বিএমএসএফ, ঈদগাঁও উপজেলা শাখার আহবা য়ক শেফাইল উদ্দিন ও সদস্য সচিব এম আবু হেনা সাগরের নেতৃত্বে দোয়া ও শুকরানায় অংশ নেন- কক্সবাজার সরকারী কলেজের প্রভাষক জাহাঙ্গীর আলম,অত্র জামে মনজিদের সহকারী খতিব এনায়েত উল্লাহ, ঔষুদ কোম্পানীর প্রতি নিধি ও ব্যবসায়ীসহ নানা শ্রেনী পেশার মানুষরা।
উপজেলা ঘোষনা করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন ও যারা উপজেলা বাস্তবায়নের পেছনে অক্লান্ত পরিশ্রম করেছেন তাদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।