ঢাকা, শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১০:১৫ পূর্বাহ্ন
জামালপুর জেলার সর্বশেষ করোনা পরিস্থিতি
এ,এস,পলাশ,জামালপুর:
জামালপুরের সর্বশেষ প্রতিবেদনে জামালপুর শেখ হাসিনা মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ১৬৪ টি নমুনা পরীক্ষায় ২৪ জন, ময়মনসিংহ মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে জামালপুর জেলায় স্থায়ী নিবাসীর ১৫ টি নমুনা পরীক্ষায় ৩ জন এবং জেলা/উপজেলা পর্যায়ে RA টেস্টে ৬৮ টি নমুনা পরীক্ষায় ৫ জন অর্থাৎ মোট ২৪৭ টি নমুনা পরীক্ষায় আরও মোট ৩২ জন (জামালপুর সদর- ১৬ জন, মেলান্দহ- ৩ জন, মাদারগঞ্জ- ২ জন, ইসলামপুর- ২ জন, সরিষাবাড়ী- ৭ জন, দেওয়ানগঞ্জ- ১ জন ও বকশীগঞ্জ- ১ জন) কোভিড-১৯ সংক্রমণ শনাক্ত হয়েছে।
সর্বমোট সংক্রমণ শনাক্ত ৪১৬৭ জন।
সর্বশেষ এলাকা ভিত্তিক শনাক্তঃ
জামালপুর সদর- জিগাতলা, রুহিলী, ছনকান্দা, দেওয়ানপাড়া, হাইস্কুল মোড় ২ জন, শেখেরভিটা, কলেজ রোড, দরিপাড়া, নান্দিনা, নরুন্দী বাজার, উত্তর কাছারীপাড়া, শ্রীপুর কুমারিয়া, কাশারুপাড়া, গেইটপাড় ও বজ্রাপুর।
মেলান্দহ- রেখিরপাড়া, আদিপৈত ও নান্দুরিয়া।
মাদারগঞ্জ- ফুলজোড় ২ জন।
ইসলামপুর- আমবাড়িয়া ও রৌহারকান্দা।
সরিষাবাড়ী- রুদ্রবয়ড়া, সাতপোয়া ২ জন, রৌহা, হাটবাড়ী, ফুলদহ ও চর হাটবাড়ী।
দেওয়ানগঞ্জ- পূর্ব কাজলাপাড়া।
বকশীগঞ্জ- রবিয়ার চর।
সর্বশেষ সুস্থ ৬৫ জন (জামালপুর সদর- ১৫ জন, মেলান্দহ- ১ জন, মাদারগঞ্জ- ৭ জন, ইসলামপুর- ১ জন, সরিষাবাড়ী- ৯ জন, দেওয়ানগঞ্জ- ৯ জন ও বকশীগঞ্জ- ২৩ জন)।
সর্বমোট সুস্থ ৩৬৩২জন।
সর্বশেষ মৃত্যু ২ জন (জামালপুর সদর ও মেলান্দহ)।
১. ঠিকানা- শ্রীরামপুর, জামালপুর সদর, জামালপুর, লিঙ্গ- পুরুষ, বয়স- ৮২ বছর, নমুনা সংগ্রহের তারিখ- ২৪/০৭/২০২১, নমুনা পরীক্ষার তারিখ- ২৫/০৭/২০২১, মৃত্যুর তারিখ- ২৭/০৭/২০২১ (জামালপুর জেনারেল হাসপাতাল)।
২. ঠিকানা- মেলান্দহ, জামালপুর, লিঙ্গ- পুরুষ, বয়স- ৭৪ বছর, নমুনা সংগ্রহের তারিখ- ১৫/০৭/২০২১, নমুনা পরীক্ষার তারিখ- ১৫/০৭/২০২১, মৃত্যুর তারিখ- ২৭/০৭/২০২১ (হোম)।
সর্বমোট মৃত্যু ৮১ জন।
সর্বশেষ রেফার্ড ০ জন।
মোট রেফার্ড ৪১ জন।
সর্বশেষ নমুনা সংগ্রহ- ২৩২ টি।
সর্বশেষ নমুনা পরীক্ষা- ২৪৭ টি।
সর্বশেষ নমুনা পরীক্ষা পেন্ডিং- ১১ টি।
সর্বমোট নমুনা পরীক্ষা- ৩১৬২৯ টি।
সর্বমোট নমুনা সংগ্রহ- ৩১৬৪০ টি।

3 responses to “জামালপুর জেলার সর্বশেষ করোনা পরিস্থিতি”

  1. … [Trackback]

    […] Read More Info here to that Topic: doinikdak.com/news/40945 […]

  2. … [Trackback]

    […] Read More here to that Topic: doinikdak.com/news/40945 […]

  3. … [Trackback]

    […] Read More Info here on that Topic: doinikdak.com/news/40945 […]

Leave a Reply

Your email address will not be published.

x