ঢাকা, শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ১১:০৬ অপরাহ্ন
মহাদেবপুরে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থ প্রতিষ্ঠান, পরিবারের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ
আমিনুর রহমান খোকন, মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি

নওগাঁর মহাদেবপুরে ২৭ জুলাই দুপুরে উপজেলা চত্বরে ত্রাণ ও পুনঃবার্সন মন্ত্রণালয় কর্তৃক প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থ ৪০টি পরিবার ও ৩টি প্রতিষ্ঠানের মাঝে মোট ৮৮ ব্যান্ডিল ঢেউ টিন এবং ২ লক্ষ ৬৪ হাজার টাকার চেক বিতরণ করা হয়।

উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: আহসান হাবীব ভোদন উপস্থিতি থেকে ক্ষতিগ্রস্থ প্রতিষ্ঠান ও পরিবারের মাঝে ঢেউ টিন ও চেক বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মো: মিজানুর রহমান মিলন, কৃষি অফিসার কৃষিবিদ অরুন চন্দ্র রায়, মহিলা ভাইস চেয়ারম্যান রাবেয়া রহমান (পলি), প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুলতান হোসেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার ফরিদুল ইসলাম প্রমুখ।

প্রতিটি পরিবারকে ২ ব্যান্ডিল করে ৮০ ব্যান্ডিল এবং ৩টি প্রতিষ্ঠানে ৮ ব্যান্ডিল ঢেউ টিন, সেই সাথে গৃহ পুনঃ নির্মান বাবদ প্রতিটি পরিবারকে ৬ হাজার টাকা এবং ৩টি প্রতিষ্ঠানে ২৪ হাজার টাকার চেক বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published.

x