ঢাকা,রবিবার ০৪ জুলাই ২০২১, ০২:৩৫ অপরাহ্ন
কুষ্টিয়ায় ২৪ ঘন্টায় করোনা ও উপসর্গ নিয়ে আরও ২২ জনের মৃত্যু, শনাক্ত-২৫৩
দৈনিক ডাক অনলাইন ডেস্ক
করোনা ভয়াবহ রূপ নেওয়া কুষ্টিয়া জেলায় বেড়েই চলেছে মৃত্যুর সংখ্যা। গত ২৪ ঘন্টায় করোনা ও এর উপসর্গ নিয়ে আরও ২২ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ১৮ জন করোনা শনাক্ত ছিলেন, আর ৪ জনের করোনার উপসর্গ ছিলো। ২৬ জুলাই সোমবার সকাল ৮টা থেকে আজ ২৭ জুলাই মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত সময়ে এদের মৃত্যু হয়েছে। এদের মধ্যে শুধুমাত্র কুষ্টিয়া জেনারেল হাসপাতালের করোনা ওয়ার্ডেই মারা গেছে ১৯ জন। এছাড়াও ২৪ ঘন্টায় আরো ২৫৩ জনের করোনা শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৩৭.৪৮ শতাংশ। এই সময়ে সুস্থ হয়েছেন ২৩৫ জন করোনা রোগী।
কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক ডা.আব্দুল মোমেন জানান, কুষ্টিয়া করোনা ডেডিকেডেট জেনারেল হাসপাতালে ২শ’ বেডের অনুকুলে করোনা ও এর উপসর্গ নিয়ে এখন ভর্তি আছে ১৮২ জন। এর মধ্যে করোনা শনাক্ত রোগীই ১৪১ জন। বাকীরা করোনার উপসর্গ নিয়ে ভর্তি আছেন। প্রায় ৭০ শতাংশ রোগীদের অক্সিজেন প্রয়োজন হচ্ছে। গত ৭ দিনেই কুষ্টিয়ায় করোনা আক্রান্ত ৯৩ জনের মৃত্যু হয়েছে এবং ১ হাজার ৮৩ জন করোনায় আক্রান্ত হয়েছে। পাচশ’ ছাড়িয়ে এ পর্যন্ত শুধুমাত্র করোনা আক্রান্ত ৫২৬ জনের মৃত্যু হলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *