ঢাকা, সোমবার ২৪ মার্চ ২০২৫, ০৬:৩৩ পূর্বাহ্ন
জাতীয় হেল্প লাইনে সহায়তা চাওয়া পরিবার পেল প্রধানমন্ত্রীর উপহার
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

ঠাকুরগাঁওয়ে জাতীয় হেল্প লাইনে সহায়তা চাওয়া পরিবারদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী বিতরণ

মোঃ জাহিদ হাসান মিলু, ঠাকুরগাঁও প্রতিনিধি:

জাতীয় হেল্প লাইন ৩৩৩ এ কল করে খাদ্য সহায়তা চাওয়া ৪৫ টি পরিবারের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী বিতরণ করেছে ঠাকুরগাঁও জেলা প্রশাসন।

সোমবার (২৬ জুলাই) ঠাকুরগাঁও কালেক্টরেট পাবলিক স্কুল এন্ড কলেজ মাঠে জেলা প্রশাসনের পক্ষ থেকে এসব পরিবারের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মাহবুবুর রহমান, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) কামরুল হাসান সোহাগসহ জেলা প্রশসানের কর্মকর্তাগণ।

উপহার সামগ্রী বিতরণ কালে উপস্থিত সকলকে করোনা ভাইরাস প্রতিরোধে ভ্যাক্সিন নিতে পরামর্শ ও উৎসাহ প্রদান করেন জেলা প্রশাসক মাহবুবুর রহমান।

x