আজ (২৬ জুলাই) জামালপুরের সর্বশেষ প্রতিবেদনে জামালপুর শেখ হাসিনা মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ৮২ টি নমুনা পরীক্ষায় ১৪ জন, ময়মনসিংহ মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে জামালপুর জেলায় স্থায়ী নিবাসীর ২ টি নমুননা পরীক্ষায় ২ জন এবং জেলা/উপজেলা পর্যায়ে RA টেস্টে ৯৮ টি নমুনা পরীক্ষায় ২৫ জন অর্থাৎ মোট ১৮২ টি নমুনা পরীক্ষায় আরও মোট ৪১ জন (জামালপুর সদর- ১৬ জন, মেলান্দহ- ৫ জন, মাদারগঞ্জ- ৫ জন, ইসলামপুর- ১ জন, সরিষাবাড়ী- ২ জন, দেওয়ানগঞ্জ- ২ জন ও বকশীগঞ্জ- ১০ জন) কোভিড-১৯ সংক্রমণ শনাক্ত হয়েছে।
সর্বমোট সংক্রমণ শনাক্ত ৪০৮৪ জন।
সর্বশেষ এলাকা ভিত্তিক শনাক্তঃ
জামালপুর সদর- শেখ হাসিনা মেডিকেল কলেজ, পাথালিয়া, কাছারীপাড়া, বাগেরহাটা, দেওয়ানপাড়া, হাইস্কুল মোড়, গোপালপুর বাজার, কলেজ রোড, মটর ড্রাইভিং, নয়াপাড়া, ফুলবাড়িয়া, শ্রীরামপুর, রঘুনাথপুর, পুলিশ লাইন, শ্রীপুর কুমারিয়া ও মোল্লাপাড়া।
মেলান্দহ- মেলান্দহ ৪ জন ও তারাকান্দি।
মাদারগঞ্জ- মাদারগঞ্জ ২ জন, গুনারীতলা, তারতাপাড়া ও বানীকুঞ্জ।
ইসলামপুর- ইসলামপুর।
সরিষাবাড়ী- নাওগোলা ও পিংনা।
দেওয়ানগঞ্জ- দেওয়ানগঞ্জ ও চিকাজানী।
বকশীগঞ্জ- বকশীগঞ্জ থানা ২ জন, বকশীগঞ্জ পশ্চিমপাড়া, মেরুরচর উত্তর, দত্তেরচর দক্ষিণ, কুশল মধ্যেপাড়া, নয়াপাড়া, মেরুরচর, সরকাদি ও সূর্যনগর।
সর্বশেষ সুস্থ ৫৯ জন (জামালপুর সদর- ২৪ জন, মেলান্দহ- ৩ জন, মাদারগঞ্জ- ৭ জন, ইসলামপুর- ১১ জন, সরিষাবাড়ী- ৬ জন ও বকশীগঞ্জ- ৮ জন)।
সর্বমোট সুস্থ ৩৫১৪জন।
সর্বশেষ মৃত্যু ১ জন (সরিষাবাড়ী উপজেলা)।
ঠিকানা- হরখালী, সরিষাবাড়ী, জামালপুর, লিঙ্গ- পুরুষ, বয়স- ৬০ বছর, নমুনা সংগ্রহের তারিখ- ১৫/০৭/২০২১, নমুনা পরীক্ষার তারিখ- ১৫/০৭/২০২১, মৃত্যুর তারিখ- ২৫/০৭/২০২১ (হোম)।
সর্বমোট মৃত্যু ৭৯ জন।
সর্বশেষ রেফার্ড ০ জন।
মোট রেফার্ড ৪১ জন।
সর্বশেষ নমুনা সংগ্রহ- ২০৪ টি।
সর্বশেষ নমুনা পরীক্ষা- ১৮২ টি।
সর্বশেষ নমুনা পেন্ডিং- ২২ টি।
সর্বমোট নমুনা পরীক্ষা- ৩১১২৮ টি।
সর্বমোট নমুনা সংগ্রহ- ৩১১৫০ টি।
জেলা সিভিল সার্জন অফিস থেকে প্রতিদিনই কোভিড-১৯ দ্রুত শনাক্তে সন্দেহজনক সকলেই সরকারী বিধি-বিধান মেনে স্ব স্ব উপজেলা স্বাস্থ্য কার্যালয়ের নিদিষ্ট বুথে নমুনা প্রদান করার আহ্বান জানানো হচ্ছে।