ঢাকা, রবিবার ২৬ জানুয়ারী ২০২৫, ০১:৫৪ অপরাহ্ন
জামালপুর জেলায় করোনার সর্বশেষ পরিস্থিতি
দৈনিক ডাক অনলাইন ডেস্ক
আজ (২৬ জুলাই) জামালপুরের সর্বশেষ প্রতিবেদনে জামালপুর শেখ হাসিনা মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ৮২ টি নমুনা পরীক্ষায় ১৪ জন, ময়মনসিংহ মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে জামালপুর জেলায় স্থায়ী নিবাসীর ২ টি নমুননা পরীক্ষায় ২ জন এবং জেলা/উপজেলা পর্যায়ে RA টেস্টে ৯৮ টি নমুনা পরীক্ষায় ২৫ জন অর্থাৎ মোট ১৮২ টি নমুনা পরীক্ষায় আরও মোট ৪১ জন (জামালপুর সদর- ১৬ জন, মেলান্দহ- ৫ জন, মাদারগঞ্জ- ৫ জন, ইসলামপুর- ১ জন, সরিষাবাড়ী- ২ জন, দেওয়ানগঞ্জ- ২ জন ও বকশীগঞ্জ- ১০ জন) কোভিড-১৯ সংক্রমণ শনাক্ত হয়েছে।
সর্বমোট সংক্রমণ শনাক্ত ৪০৮৪ জন।
সর্বশেষ এলাকা ভিত্তিক শনাক্তঃ
জামালপুর সদর- শেখ হাসিনা মেডিকেল কলেজ, পাথালিয়া, কাছারীপাড়া, বাগেরহাটা, দেওয়ানপাড়া, হাইস্কুল মোড়, গোপালপুর বাজার, কলেজ রোড, মটর ড্রাইভিং, নয়াপাড়া, ফুলবাড়িয়া, শ্রীরামপুর, রঘুনাথপুর, পুলিশ লাইন, শ্রীপুর কুমারিয়া ও মোল্লাপাড়া।
মেলান্দহ- মেলান্দহ ৪ জন ও তারাকান্দি।
মাদারগঞ্জ- মাদারগঞ্জ ২ জন, গুনারীতলা, তারতাপাড়া ও বানীকুঞ্জ।
ইসলামপুর- ইসলামপুর।
সরিষাবাড়ী- নাওগোলা ও পিংনা।
দেওয়ানগঞ্জ- দেওয়ানগঞ্জ ও চিকাজানী।
বকশীগঞ্জ- বকশীগঞ্জ থানা ২ জন, বকশীগঞ্জ পশ্চিমপাড়া, মেরুরচর উত্তর, দত্তেরচর দক্ষিণ, কুশল মধ্যেপাড়া, নয়াপাড়া, মেরুরচর, সরকাদি ও সূর্যনগর।
সর্বশেষ সুস্থ ৫৯ জন (জামালপুর সদর- ২৪ জন, মেলান্দহ- ৩ জন, মাদারগঞ্জ- ৭ জন, ইসলামপুর- ১১ জন, সরিষাবাড়ী- ৬ জন ও বকশীগঞ্জ- ৮ জন)।
সর্বমোট সুস্থ ৩৫১৪জন।
সর্বশেষ মৃত্যু ১ জন (সরিষাবাড়ী উপজেলা)।
ঠিকানা- হরখালী, সরিষাবাড়ী, জামালপুর, লিঙ্গ- পুরুষ, বয়স- ৬০ বছর, নমুনা সংগ্রহের তারিখ- ১৫/০৭/২০২১, নমুনা পরীক্ষার তারিখ- ১৫/০৭/২০২১, মৃত্যুর তারিখ- ২৫/০৭/২০২১ (হোম)।
সর্বমোট মৃত্যু ৭৯ জন।
সর্বশেষ রেফার্ড ০ জন।
মোট রেফার্ড ৪১ জন।
সর্বশেষ নমুনা সংগ্রহ- ২০৪ টি।
সর্বশেষ নমুনা পরীক্ষা- ১৮২ টি।
সর্বশেষ নমুনা পেন্ডিং- ২২ টি।
সর্বমোট নমুনা পরীক্ষা- ৩১১২৮ টি।
সর্বমোট নমুনা সংগ্রহ- ৩১১৫০ টি।
জেলা সিভিল সার্জন অফিস থেকে প্রতিদিনই কোভিড-১৯ দ্রুত শনাক্তে সন্দেহজনক সকলেই সরকারী বিধি-বিধান মেনে স্ব স্ব উপজেলা স্বাস্থ্য কার্যালয়ের নিদিষ্ট বুথে নমুনা প্রদান করার আহ্বান জানানো হচ্ছে।
x