ঢাকা, মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ০৩:৩৮ অপরাহ্ন
ডেঙ্গু নিয়ে অবহেলা নয়, উপসর্গ দেখা দিলেই পরীক্ষার অনুরোধ
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

করোনা মহামারিকালে এডিস মশাবাহিত ডেঙ্গুর প্রকোপে প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা নিতে জনগণকে অবহেলা না করার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র ও পরিচালক (সংক্রামক ব্যাধি নিয়ন্ত্রণ) অধ্যাপক ডা. মো. নাজমুল ইসলাম।

রোববার (২৫ জুলাই) দুপুরে কোভিড-১৯ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের ভার্চুয়াল স্বাস্থ্য বুলেটিনে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল, জেলা সদর ও উপজেলা পর্যায়ের হাসপাতালে ডেঙ্গু পরীক্ষার এন্টিজেন কিটের পর্যাপ্ত সরবরাহ রয়েছে। সরকারি হাসপাতালে এ পরীক্ষাটি বিনামূল্যে করার সুযোগ রয়েছে। ডেঙ্গুর উপসর্গ দেখা দিলে বিলম্ব না করে সরকারি কিংবা বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে ডেঙ্গু পরীক্ষা করিয়ে ফেলার অনুরোধ জানান তিনি।

এদিকে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, করোনা সংক্রমণের এমন পরিস্থিতিতে নতুন সংকট তৈরি করেছে ডেঙ্গু। প্রতিদিনই হাসপাতালের বারান্দায় ডেঙ্গু রোগীর সংখ‌্যা বাড়ছে। ডেঙ্গু আক্রান্তদের অনেকেই হাসপাতালে এসে করোনা সংক্রমণের ঝুঁকিতে পড়ছেন। এই নাজুক পরিস্থিতি বিবেচনায় সরকার ডেঙ্গু রোগীদের জন‌্য সুনির্দিষ্ট হাসপাতালের ব‌্যবস্থা করার পরিকল্পনা নিচ্ছে।

2 responses to “ডেঙ্গু নিয়ে অবহেলা নয়, উপসর্গ দেখা দিলেই পরীক্ষার অনুরোধ”

  1. … [Trackback]

    […] Find More to that Topic: doinikdak.com/news/39986 […]

  2. … [Trackback]

    […] Read More on that Topic: doinikdak.com/news/39986 […]

Leave a Reply

Your email address will not be published.

x