ঢাকা, শুক্রবার ২৪ জানুয়ারী ২০২৫, ০৮:২৭ অপরাহ্ন
গাইবান্ধায় বোমা-ককটেল সদৃশ বস্তু উদ্ধার
সুমন কুমার বর্মন, গাইবান্ধা প্রতিনিধি :

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলা শহরের রাস্তার পাশ থেকে দুটি পেট্রল বোমা ও দুটি ককটেল সদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ।

রোববার (২৫ জুলাই)  উপজেলার শহরের ডাকঘর সংলগ্ন রাস্তার পশ্চিম পাশ থেকে ওইসব বস্তু উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, ওইসময় রাস্তার পাশে পলিথিন মোড়ানো ব্যাগ দেখতে পাওয়া যায়। পরে পুলিশে খবর দেয়া হলে এগুলো উদ্ধার করে থানায় নিয়ে যায়

সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা এ তথ্য নিশ্চিত করে বলেন, স্থানীয়দের খবর পেয়ে দুটি পেট্রল বোমা ও দুটি ককেটেল সদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে। এগুলো নিস্ক্রিয় করার জন্য বিশেষজ্ঞ দলকে জানানো হয়েছে।

x