ঢাকা, বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ০৯:৪৬ অপরাহ্ন
কঠোর লকডাউনে হেঁটে হেঁটে ঢাকায় প্রবেশ করছে মানুষ
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

কঠোর লকডাউনে হেঁটে হেঁটে ঢাকায় প্রবেশ করছে মানুষ। সড়কে যানবাহন না থাকায় যেমনি দূর্ভোগ, তেমনি দ্বিগুন-তিনগুন ভাড়া গুনতে হচ্ছে। পরিসেবায় আওতায় যারা রয়েছেন শুধু তারাই গাড়ি নিয়ে চলাচল করতে পারছেন।

সরেজমনি ঘুরে জানা যায়, পরিসেবার বাইরে কেউ জরুরী প্রয়োজনে বের হলেও পুলিশের চেকপোষ্টে আটক দেওয়া হচ্ছে। জরিমানাও করা হচ্ছে। অনেকেই বাধ্য হয়ে অ্যাম্বুলেন্স ব্যবহার করে গন্তব্য স্থানে যাচ্ছে। কঠোর লকডাউনে সড়ক ও মহাসড়কে বাস কিংবা কোন পরিবহন না থাকায় পায়ে হেঁটে কিংবা রিকসা, অটো ও ভ্যানে ভেঙে ভেঙে যাচ্ছে মানুষ।

টঙ্গী পশ্চিম থানার ওসি শাহ আলম বলেন, আব্দুল্লাহপুর সেতুর উত্তর পাশে ও কামাড়পাড়া এলাকায় আমাদের চেকপোষ্ট রয়েছে। পরিসেবার আওতায় যারা আছেন, তারাই গাড়ি ব্যবহার করছেন। প্রয়োজনের বাইরে সাধারণ মানুষ কেউ গাড়ি নিয়ে সড়কে চলাচল করলে আটকে দেয়া হচ্ছে এমনকি জরিমানাও করা হচ্ছে। যাদের একান্তই প্রয়োজন তারা পায়ে হেঁটে, রিকসা, অটো ও ভ্যানে বিভিন্ন স্থানে যাচ্ছেন।

2 responses to “কঠোর লকডাউনে হেঁটে হেঁটে ঢাকায় প্রবেশ করছে মানুষ”

  1. … [Trackback]

    […] Here you will find 85515 additional Information on that Topic: doinikdak.com/news/39895 […]

  2. 주식 says:

    … [Trackback]

    […] Find More Info here to that Topic: doinikdak.com/news/39895 […]

Leave a Reply

Your email address will not be published.

x