আল্লামা ইমাদ উদ্দিন চৌধুরী বড় ছাহেব ফুলতলী’র সার্বিক তত্বাবধানে ‘লতিফি হ্যান্ডস’ এর ব্যবস্থাপনায় অসহায় মানুষের মধ্যে কুরবানির গোস্ত বিতরণ করা হয়েছে। ঈদের প্রথম ও দ্বিতীয় দিনে কুরবানীর এই প্রজেক্টের মাধ্যমে হাজার হাজার মানুষের সাথে ঈদের আনন্দ ভাগ করে দিয়েছে লতিফি হ্যান্ডস। আসহায় এসব মানুষের মধ্যে কুরবানীর গোস্ত বিতরণ করেন আল্লামা ইমাদ উদ্দিন চৌধুরী (বড় ছাহেব কিবলাহ ফুলতলী), লতিফি হ্যান্ডস এর জেনারেল সেক্রেটারি মাওলানা গুফরান আহমদ চৌধুরী, লতিফি হ্যান্ডস ইউকের চেয়ারম্যান মাওলানা সালমান আহমদ চৌধুরী, লতিফি হ্যান্ডস এর সদস্য মাওলানা ফারহান আহমদ চৌধুরী রেদাসহ আল্লামা ছাহেব কিবলাহ ফুলতলী (রহ)’র নাতিগণ। একঝাঁক কর্মঠ তেজস্বী সেচ্ছাসেবীদের নিয়ে চলে এই কার্যক্রম।
ভিজিট করুন-
লতিফি হ্যান্ডসের ইউটিউব চ্যানেল- www.youtube.com/c/LatifiHands
ওয়েবসাইট
www.latifihands.org.uk