ঢাকা, শুক্রবার ১১ জুলাই ২০২৫, ০৫:৫৯ পূর্বাহ্ন
শ্রীমঙ্গলে দোকানের রেক থেকে সাপ উদ্ধার
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি:

শ্রীমঙ্গলে ডলুবাড়ী এলাকায় দোকানের রেক থেকে একটি দাড়াশ সাপ উদ্ধার করা হয়েছে। উদ্ধারের পর সাপটিকে আবার লাউয়াছড়া জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়।

শুক্রবার দুপুর ১২টার দিকে ডলুবাড়ী এলাকার এক দোকানী তাঁর দোকান খোলে সাপটিকে দোকানের রেকে দেখতে পান। পরে সাপটিকে উদ্ধারের জন্য দোকানী বনবিভাগ ও বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে খবর দেন। খবর পেয়ে শ্রীমঙ্গলস্থ বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাইন্ডেশন এর পরিচালক স্বপন দেব সজল সাপটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করেন।

উদ্ধারের পর বনবিভাগের এফজি সুব্রত সরকার, তাজুল ইসলাম, ঋষি বড়–ুয়া ও বন্যপ্রাণী সেবা ফাইন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল সাপটিকে লাউয়াছড়া জাতীয় উদ্যানে অবমুক্ত করেন।

x