ঢাকা, বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ০৭:২৮ অপরাহ্ন
করোনায় ভাষা সৈনিকের মৃত্যু
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

করোনায় থেমে গেল ভাষা সৈনিক সমেলা রহমানের (৮৩) জীবন। বৃহস্পতিবার (২২ জুলাই) সকাল ১১টার দিকে নীলফামারী জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তাঁর জীবনাবসান ঘটে।

ভাষা সংগ্রামী সমেলা রহমান ১৯৫২ সালে ছিলেন নীলফামারী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী। কৈশোরকালেই নারীর উপর আরোপিত পর্দার শৃঙ্খল ভেঙে ভাষা আন্দোলনে যোগ দেন এই মহাপ্রাণ।

ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে নীলফামারীর রাজপথে নেমে মিছিল-মিটিংসহ সকল কর্মসূচিতে অংশ নিয়ে অনন্য অবদান রাখেন সমেলা রহমান।

ব্যক্তি জীবনে ভাষা সৈনিক সমেলা রহমান নীলফামারী জেলা শহরের শাহীপাড়ার বাসিন্দা নাট্য অভিনেত্রী সাহানা সুমির মা এবং ভাষা সৈনিক ও সঙ্গীত শিল্পী প্রয়াত ওয়ালিউর রহমানের সহধর্মিনী। মৃত্যুকালে তিনি চার মেয়ে তিন ছেলে রেখে গেছেন।

বৃহস্পতিবার বাদ আছর জেলা শহরের কেন্দ্রীয় কবরস্থানে জানাযা শেষে সেখানে দাফন করা হয় ভাষা সৈনিক সমেলা রহমানকে।

মরহুমার ছোট ছেলে সুমন রহমান একাত্তরকে বলেন, ‘‘মা সমেলা রহমান বার্ধক্যজনিত নানা সমস্যায় ভুগছিলেন। চলতি বছরের ১৭ ফেব্রুয়ারী প্রথম ডোজ ও ১৭ এপ্রিল দ্বিতীয় ডোজ করোনা টিকা গ্রহন করেন তিনি। এরপর অসুস্থতা বোধ করলে ৭ জুলাই র‌্যাপিট এন্টিজেন টেস্টে করোনা ধরা পরে। বাড়িতে তাঁর চিকিৎসা চলছিল। ১৩ জুলাই অবস্থার অবনতি হলে তাকে নীলফামারী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকাল ১১টার দিকে মারা যান।’’

তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন নীলফামারী-২ (সদর) আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান নুর,   জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন,  জেলা প্রশাসক মো. হাফিজুর রহমান চৌধুরী, সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর কবির, পুলিশ সুপার মো. মোখলেছুর রহমান(বিপিএম-পিপিএম), জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ, সাধারণ সম্পাদক মমতাজুল হক প্রমুখ।

One response to “করোনায় ভাষা সৈনিকের মৃত্যু”

  1. Going Here says:

    … [Trackback]

    […] Here you can find 72596 additional Info to that Topic: doinikdak.com/news/39029 […]

Leave a Reply

Your email address will not be published.

x