শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখিপুর থানা ও সখিপুর ইউনিয়নের ০৭ নং ওয়ার্ড মল্লিক কান্দি, আয়ুব আলী সরদার পাতনা ও মাঝী কান্দি গ্রামে
কোন প্রকার অন্যায়কে প্রশ্রয় দেওয়া হবেনা। এমন প্রতিশ্রুতি দিয়েছেন এলাকার ৪ সমাজ প্রতিনিধিরা।( ২১ জুলাই) বুধবার রাত ৮ টার দিকে শেখ মোঃ সাদী’র বাস ভবনের সামনে এলাকার গণ্যমান্য ও জনসাধারণ কে নিয়ে ৪ সমাজ ঐক্যবদ্ধ হয়।
সাবেক মেম্বার মহসিন শেখ এর সভাপতিত্বে এবং তারেক মাহমুদ এর সঞ্চালনায়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সখিপুর থানা আওয়ামীলীগ এর সহ-সভাপতি বিশিষ্ট সমাজ সেবক মোঃ নাসির সরদার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনছুর আহম্মেদ মাঝী,মাষ্টার সালাউদ্দিন মাঝী, ও সখিপুর থানা যুবলীগের যুগ্ম আহ্বায়ক রাসেল আহমেদ পলাশ সরদার।
এসময় সখিপুর থানা আওয়ামীলীগ এর সহ-সভাপতি নাসির সরদার বলেন সখিপুর মল্লিক কান্দি আইয়ুব আলী সরদার পাতনা ও মাঝী কান্দি এই ৪ সমাজ ঐক্যবদ্ধ হয়ায় বাংলাদেশ আওয়ামীলীগ এর সাবেক সাংগঠনিক সম্পাদক ও পানি সম্পদ উপ-মন্ত্রী শরীয়তপুর ০২ আসনের সংসদ সদস্য জননেতা এ কে এম এনামুল হক শামীম এমপি মহোদয়ের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনারা ৪ সমাজ একতা হয়ে এলাকার সকল প্রকার দুর্নীতি, অনিয়ম, অবিচার,
হতে এলাকাবাসীকে শান্তিপূর্ণ গড়ার লক্ষ্যে যে কাজ করে যাচ্ছেন, ইনশাআল্লাহ আমরাও আপনাদের পাশে আছি এবং থাকবো,
এসময় সাবেক মেম্বার মহসিন শেখ জানান
১১২ নং দক্ষিণ সখিপুর মল্লিক কান্দি প্রাথমিক বিদ্যালয়ের আনুমানিক ১ কিলো মিটার কাচা সড়কের জন্য ভোগান্তিতে রয়েছেন অত্র সড়কের উত্তর, দক্ষিণের প্রায় ৩থেকে ৪ হাজার গ্রামের জনসাধারণ।
বর্ষা মৌসুম এলেই যেনো তাদের কষ্টের সীমা থাকে না।সামান্য বৃস্টি হলেই গ্রামীন এই কাচা সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়।
গ্রামবাসির একমাত্র চলাচলের রাস্তা এ টি ও
স্কুলে যাওয়ার জন্য ভোগান্তি পোহাতে হয় অত্র এলাকার ছাত্র ছাত্রীদের।
সখিপুর মল্লিক কান্দি ১১২নং সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত সড়কটি মেরামত ও পাকা করার জন্য বাংলাদেশ আওয়ামীলীগ এর সাবেক সাংগঠনিক সম্পাদক ও পানি সম্পদ উপ-মন্ত্রী এ কে এম এনামুল হক শামীম এমপি মহোদয়ের সুদৃষ্টি কামনা করছেন অত্র এলাকার জনসাধারণ।
এসময় উপস্থিত ছিলেন, মল্লিক কান্দি, আইব আলী সরদার পাতনা কান্দি ও মাঝী কান্দি
গ্রামের সমাজ প্রতিনিধরা, গণ্যমান্য ব্যাক্তি গর্ব এলাকার জনসাধারনপ্রমুখ।