এদিকে করোনা সংক্রমণও থামানো যাচ্ছে না। আর রোগীর চাপ সামলাতে দিশেহারা হাসপাতালগুলো। তৈরি হয়েছে শয্যা ও অক্সিজেন সংকট। বৃহস্পতিবার (২২ জুলাই) সকাল পর্যন্ত সময় নিউজের প্রতিবেদকের পাঠানো তথ্যে এ চিত্র উঠে এসেছে।
নিচে গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন জেলার করোনার চিত্র (বিভাগওয়ারি) তুলে ধরা হলো-
রাজশাহী:
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনা ও করোনা উপসর্গে ২২ জনের মৃত্যু হয়েছে।
বগুড়ায় করোনা এবং করোনা উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় ১০ জনের মৃত্যু।
খুলনা:
কুষ্টিয়া জেনারেল হাসপাতালে করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে ১৪ জনের মৃত্যু হয়েছে।
খুলনায় করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে ১০ জনের মৃত্যু হয়েছে।
চুয়াডাঙ্গায় করোনা ও উপসর্গে নিয়ে ৮ জন রোগীর মৃত্যু হয়েছে।
সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে তিনজনের মৃত্যু হয়েছে।
যশোরে করোনায় ৩ জনের মৃত্যু।
বরিশাল:
বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে ২৪ ঘণ্টায় মারা গেছে ১০ জন।
ময়মনসিংহ:
ময়মনসিংহ মেডিকেলে করোনা ও উপসর্গ নিয়ে নয়জনের মৃত্যু হয়েছে।
রংপুর:
দিনাজপুরের ২৪ ঘণ্টায় করোনা ও করোনা উপসর্গ নিয়ে সাতজনের মৃত্যু হয়েছে।
ঠাকুরগাঁওয়ে করোনায় গত ২৪ ঘণ্টায় ছয়জনের মৃত্যু।
ঢাকা:
ফরিদপুরে করোনা ও উপসর্গে ১৯জনের মৃত্যু হয়েছে।
সিলেট:
সিলেটে করোনা এবং করোনা উপসর্গ নিয়ে চারজনের মৃত্যু।
… [Trackback]
[…] Find More on on that Topic: doinikdak.com/news/38900 […]