ঢাকা, সোমবার ১০ মার্চ ২০২৫, ০৯:২৪ পূর্বাহ্ন
সাতটি দেশের ওপর ভ্রমণে নিষেধাজ্ঞা মালদ্বীপের
দৈনিক ডাক অনলাইন ডেস্কদৈনিক ডাক অনলাইন ডেস্ক

করোনার সংক্রমণ ঠেকাতে মালদ্বীপ সরকার বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার সাতটি দেশের পর্যটকদের ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে। দেশটির ইমিগ্রেশন কর্তৃপক্ষ গতকাল শনিবার (০৮ মে) এ নিষেধাজ্ঞার কথা ঘোষণা দেয়। তারা বলছে, আজ রোববার (৯ মে) থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।

এই তালিকায় থাকা দেশগুলো হলো- বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, আফগানিস্তান, নেপাল ও ভুটান।

 

মালদ্বীপের ইমিগ্রেশন জানিয়েছে, দক্ষিণ এশিয়ার সাতটি দেশের পর্যটকদের মালদ্বীপে প্রবেশ ও অবস্থানের ওপর এই নিষেধাজ্ঞা কার্যকর হবে। এর পাশাপাশি এই দেশগুলোর ওয়ার্ক পারমিটধারী ব্যক্তিদের মালদ্বীপে পৌঁছানোর ওপরও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

x