ঢাকা, রবিবার ১৯ জানুয়ারী ২০২৫, ০৬:৩৬ পূর্বাহ্ন
বাংলাদেশকে টিকার ফর্মূলা দেবে না চীন ও রাশিয়া
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

বাংলাদেশকে টিকার ফর্মূলা দেবে না চীন ও রাশিয়া

চীন বা রাশিয়া কেউই বাংলাদেশকে টিকার ফর্মুলা দেবেনা। চীন তরল চালান পাঠাবে, যা বোতলজাত করে টিকা উৎপাদন করতে রাজি হয়েছে বাংলাদেশ। একই রকম প্রস্তাব দিয়েছে রাশিয়াও। পররাষ্ট্রমন্ত্রী আজ এসব কথা জানিয়েছেন

এর আগে পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছিলেন ফর্মুলা গোপন রাখার শর্তে যৌথভাবে টিকা উৎপাদনের চুক্তিতে বাংলাদেশ সই করেছে , পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘রাশিয়া আমাদের টিকা দিতে যে রাজি, সেটা জানিয়েছে। তবে বাংলাদেশের যে চাহিদা, সেটা তারা পূরণ করতে পারবে না। এ জন্য তারা টিকার ফর্মুলা দিতে রাজি হয়েছে। তারা জানিয়েছে, যৌথভাবে টিকা উৎপাদন হতে পারে।

তবে বাংলাদেশকে একটা কাজ করতে হবে। টিকা উৎপাদনের ফর্মুলা বাংলাদেশ কাউকে দেখাতে পারবে না। টিকার ফর্মুলা গোপন রাখা হবে, এটা কাউকে জানানো হবে না, এই শর্তে আমরা চুক্তি সই করেছি।

x