ঢাকা, শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ১১:২৩ অপরাহ্ন
করোনার বিধি ভেঙে ঈদের নামাজ, মালয়েশিয়ায় ৪৮ বাংলাদেশি গ্রেপ্তার
Reporter Name

করোনার বিধি ভেঙে ঈদের নামাজ, মালয়েশিয়ায় ৪৮ বাংলাদেশি গ্রেপ্তার

মালয়েশিয়ায় পবিত্র ঈদুল আজহার নামাজ আদায়ের সময় করোনার বিধিনিষেধ ভাঙার অভিযোগে ৪৯ জনকে গ্রেপ্তারের পর তাদের রিমান্ডে নিয়েছে দেশটির পুলিশ। এদের মধ্যে ৪৮ জনই বাংলাদেশি।

মঙ্গলবার ওই ৪৯ ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।

বুধবার সকালে তাদের আদালতে তোলা হয়। পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে তাদের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

পেনাং পুলিশের চিফ কমান্ডার মোহাম্মদ শুহাইলি জয়ন জানান,  ৪৯ জনের মধ্যে ৪৮ জন বাংলাদেশি। একজন মালয়েশিয়ার স্থানীয় অধিবাসী। ৪৮ বাংলাদেশির বয়স ২০ থেকে ৪৩ বছরের মধ্যে। স্থানীয় অধিবাসীর বয়স ৬৪ বছর।

৪৮ বাংলাদেশির প্রত্যেককে চার দিনের রিমান্ড দিয়েছেন আদালত। আর মালয়েশিয়ার স্থানীয় ব্যক্তিকে তিনদিনের রিমান্ডে দেওয়া হয়েছে।

মঙ্গলবার সকালে একদল মুসল্লি ঈদুল আজহার নামাজ আদায় করতে মসজিদে যান। কিন্তু মসজিদে একসঙ্গে নামাজ আদায়ের জন্য নির্ধারিত ১০০ জন মুসল্লির সীমা পূর্ণ হয়ে যাওয়ায় তাদের ভেতরে ঢুকতে দেওয়া হয়নি। তারপর ওই মুসল্লিরা মসজিদের সামনের সড়কে জমায়েত হয়ে ঈদুল আজহার নামাজ আদায় করেন।

পেনাং পুলিশের চিফ কমান্ডার মোহাম্মদ শুহাইলি জয়ন জানান, গ্রেপ্তারদের বিরুদ্ধে অভিযোগ, তারা করোনার বিধিনিষেধ ভেঙে মসজিদের বাইরে জমায়েত হয়ে ঈদুল আজহার নামাজ আদায় করেছেন।

খবর দ্য স্টারের

3 responses to “করোনার বিধি ভেঙে ঈদের নামাজ, মালয়েশিয়ায় ৪৮ বাংলাদেশি গ্রেপ্তার”

  1. … [Trackback]

    […] Information on that Topic: doinikdak.com/news/38666 […]

  2. … [Trackback]

    […] Information to that Topic: doinikdak.com/news/38666 […]

  3. … [Trackback]

    […] Find More on that Topic: doinikdak.com/news/38666 […]

Leave a Reply

Your email address will not be published.

x