ঈদুল আজহা উপলক্ষে নোয়াখালীর বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জার পাঠানো একটি গরু ও দুটি ছাগল ফেরত দিয়েছে কোম্পানীগঞ্জ থানা পুলিশ। গতকাল মঙ্গলবার সকালে পশুগুলো ফেরত দেওয়া হয়।
জানা গেছে, আবদুল কাদের মির্জা গত সোমবার দুপুরের দিকে কোম্পানীগঞ্জ থানায় উপহার হিসেবে তিনটি পশু পাঠান। সেগুলো রাতে থানা চত্বরেই ছিল। এর মধ্যে জেলা পুলিশ সুপার মো. আলমগীর হোসেন থানার পুলিশ সদস্যদের জন্য কোরবানির পশুর ব্যবস্থা করেন। পরে কাদের মির্জার পাঠানো পশু তিনটি গতকাল মঙ্গলবার ফেরত পাঠানো হয়।
কোরবানির পশু ফেরত পাঠানোর বিষয়টি নিশ্চিত করেন কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুদ্দিন আনোয়ার। তিনি বলেন, ‘গতকাল (সোমবার) দুপুরে কাদের মির্জা কোরবানির পশু পাঠিয়েছেন, যা মঙ্গলবার সকালে ফেরত পাঠানো হয়েছে।’ তিনি আরও বলেন, ‘আমরা আমাদের এসপি স্যারের ব্যবস্থাপনায় কোরবানি দেব। এখানে অন্য কোনো বিষয় নেই।’
এ বিষয়ে মেয়র আবদুল কাদের মির্জার মুঠোফোনে একাধিকবার কল করা হলে তার ফোন ব্যস্ত পাওয়া যায়। এ ব্যাপারে তার বক্তব্য জানা যায়নি।
… [Trackback]
[…] Here you will find 51187 additional Information to that Topic: doinikdak.com/news/38588 […]