ঢাকা, সোমবার ০৯ সেপ্টেম্বর ২০২৪, ১০:০০ অপরাহ্ন
কঠোর লকডাউন বা বিধিনিষেধেও খোলা থাকবে যেসব শিল্পখাত
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

আগামী ২৩ জুলাই সকাল পর্যন্ত সব ধরনের বিধিনিষেধ শিথিল থাকবে। এরপর আবার কঠোর বিধিনিষেধ শুরু হবে। চলবে ৫ আগস্ট রাত ১২টা পর্যন্ত।

এই সময়ের কঠোর বিধিনিষেধে সব ধরনের শিল্পকারখানা বন্ধ থাকবে বলে জানানো হয়েছিল। তবে কোরবানির পশুর চামড়া সংশ্লিষ্ট খাত, খাদ্যপণ্য এবং কোভিড- ১৯ প্রতিরোধে পণ্য ও ওষুধ উৎপাদনকারী শিল্প প্রতিষ্ঠান ঈদের পর ‘কঠোর’ বিধিনিষেধের আওতার বাইরে থাকবে।

সোমবার (১৯ জুলাই) এই বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

যে তিনটি খাত বিধিনিষেধের বাইরে থাকবে…

১. খাদ্য ও খাদ্যদ্রব্য উৎপাদন বা প্রক্রিয়াজাতকরণ শিল্প কারখানা।

২. কোরবানির পশুর চামড়া পরিবহন, সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণ শিল্প কারখানা।

৩. ওষুধ, অক্সিজেন ও কোভিড-১৯ প্রতিরোধে ব্যবহারের জন্য প্রয়োজনীয় দ্রব্য উৎপাদনকারী শিল্প।

উল্লেখ্য, করোনাভাইরাস মহামারী নিয়ন্ত্রণের লকডাউনে এতদিন শিল্প কারখানা চালু থাকলেও সাময়িক শিথিলতার পর ঈদের পর ২৩ জুলাই থেকে যে লকডাউন আসছে, তাতে শিল্প কারখানাও বন্ধ রাখতে বলেছে সরকার।

2 responses to “কঠোর লকডাউন বা বিধিনিষেধেও খোলা থাকবে যেসব শিল্পখাত”

  1. … [Trackback]

    […] Find More Information here to that Topic: doinikdak.com/news/38535 […]

  2. Dan Helmer says:

    … [Trackback]

    […] Find More Information here to that Topic: doinikdak.com/news/38535 […]

Leave a Reply

Your email address will not be published.

x