ঢাকা, সোমবার ০৯ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৫১ অপরাহ্ন
বান্দরবানে সেনা অভিযানে বিপুল পরিমান মর্টার শেল উদ্ধার
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

বান্দরবানে সেনা অভিযানে বিপুল পরিমান মর্টার শেল উদ্ধার

মঙ্গলবার (২০ জুলাই) দুপুরে থানচি মেনরোয়া পাড়া এলাকায় উদ্ধার করা এসব মর্টার শেল ধ্বংস করা হয়।

সেনাবাহিনী সূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সোমবার (১৯ জুলাই) বান্দরবান রিজিয়নের বলিপাড়া জোনের গ্যালেঙ্গা ইউনিয়নে জোন কমান্ডার লে. কর্নেল খন্দকার মুহাম্মদ শরীফ-উল-আলমের নেতৃত্বে থানচির বলিপাড়া এলাকায় একটি অভিযান পরিচালনা করা হয়। এতে ২৯টি উচ্চ বিস্ফোরক মর্টার শেল উদ্ধার করা হয়। উদ্ধার মর্টার শেলগুলো দুপুরে থানচির মেনরোয়া পাড়া এলাকায় ধ্বংস করা হয়।

বলিপাড়া জোন কমান্ডার লে. কর্নেল খন্দকার মুহাম্মদ শরীফ-উল-আলম জানায়, ধারণা করা হচ্ছে কিছু সন্ত্রাসী বাহিনী অনেকদিন আগে থেকেই উচ্চ বিস্ফোরকগুলো মাটিতে পুঁতে রেখে পালিয়ে যায়। এগুলো উদ্ধার করার ফলে এ এলাকায় বসবাসরত জনগণসহ সকলেই বড় ধরনের দুর্ঘটনা এবং অভাবনীয় ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা পেয়েছে।

তিনি আরও বলেন, পার্বত্য বান্দরবানে যে কোনো ধরনের সন্ত্রাসী কার্যক্রম দমনে বান্দরবান রিজিয়নের আইন শৃঙ্খলা বাহিনীর গোয়েন্দা তৎপরতা বৃদ্ধিসহ এ ধরনের অপারেশনাল কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published.

x