বোয়ালখালীতে কলেজের ছাত্র আলমগীর ছালামত ইমন হত্যার প্রধান আসামি মোঃ খোরশেদকে ঢাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১৯ জুলাই) ভোর ৪টার দিকে এক গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা বিমান বন্দর থেকে তাকে গ্রেফতার করে।
মোঃ খোরশেদ উপজেলার চরখিজিরপুর এলাকার নবীদুল হকের ছেলে। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল করিম জানান, ইমন হত্যাকান্ডের মূলহোতা খোরশেদকে গ্রেফতার করে ঢাকা থেকে আনা হয়েছে।
গ্রেফতারকৃত আসামীকে আদালতে সোপর্দ করা হবে। এছাড়াও মামলার অন্যান্য এজাহারভূক্ত আসামীদের গ্রেফতারের জোর প্রচেষ্টা চলছে। ২৫ মে রাত ১টার দিকে চট্টগ্রামের সরকারী হাজী মুহাম্মদ মহসিন কলেজের স্নাতকোত্তর ১ম বর্ষের শিক্ষার্থী ইমন জায়গা জমির বিরোধের জেরে খুন হন। ইমন পূর্ব চরখিজিরপুর গ্রামের মোবারক আলী ফকির বাড়ির আবদুল ছালামের ছেলে। এর পরদিন রাতে নিহত ইমনের বোন তানভি ছালাম বাদি হয়ে উপজেলার পূর্ব চরখিজিরপুর গ্রামের নবীদুল হকের ছেলে খোরশেদ আলমকে প্রধান আসামি করে ১৮ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত আরো ১৫-২০ জনকে আসামি করে মামলা দায়ের করেন।
Leave a Reply