ঢাকা, শনিবার ১৯ জুলাই ২০২৫, ০১:৪৮ অপরাহ্ন
শ্রীমঙ্গলে ডিবি’র অভিযানে মাদক সহ এক নারী আটক
এম.মুসলিম চৌধুরী শ্রীমঙ্গল

শ্রীমঙ্গলে ডিবি’র অভিযানে মাদক সহ এক নারী আটক

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)র অভিযানে এক নারী মাদক সহ আটক হয়েছে।  রোববার রাতে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোহাম্মদ বদিউজ্জামান এর সার্বিক নির্দেশনায় শাপলাবাগ এলাকার রেল কলোনীতে অভিযান চালায় ডিবি পুলিশের একটি দল।

রেল ব্রিজ এর পাশে একটি মুদি দোকানের সামন হতে তানভীর আহমদের স্ত্রী রোজিনা আক্তার (২৭) কে আটক করা হয়। এসময় তল্লাশী করে তাঁর কাছ থেকে ৬০পিছ ইয়াবা ট্যালেট উদ্ধার করা হয়।  জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোহাম্মদ বদিউজ্জামান আটকের কথা নিশ্চিত করে বলেন, পুলিশ সুপার জনাব মোহাম্মদ জাকারিয়ার নির্দেশে জেলা থেকে মাদক নিমূল করতে এমন অভিযান চলমান থাকবে। আটককৃত নারীকে মাদক আইনে মামলা দিয়ে কোর্ট হাজতে প্রেরণ করা হয়।

x