অন্ধকারে রাস্তায় পড়ে থাকা নবজাতককে পাহারা দিচ্ছিলো কুকুর
পেয়ার আহাম্মদ চৌধুরীঃ- ফেনী শহীদ সেলিনা পারভীন সড়ক এলাকায় কাঁথা দিয়ে মোড়ানো একটি নবজাতককে (মেয়ে) শিশুকে উদ্ধার করেছে স্থানীয় এক নারী।সোমবার (১৯ জুলাই) ভোরে ওই এলাকা থেকে নবজাতকটিকে পাওয়া যায়। এ সময় নবজাতকটি কান্না করছিলো ও তার পাশে দুটি কুকুর পাহারা দিচ্ছিলো।
সকালে ফেনীর স্থানীয় একটি ফেসবুক গ্রুপে নাম প্রকাশে অনিচ্ছুক এক নারীর ফেসবুক সূত্র ধরে খোঁজ পাওয়া যায় শহীদ সেলিনা পারভীন সড়কের সোনাপুর কটেজের ৫মতলায় ভাড়াটিয়া নিলু বেগমের বাসায় নবজাতকটি রয়েছে, খবর পেয়ে সোনাপুর কটেজের মালিক সফিকে জানানো হলে তিনি নবজাতকটির ব্যাপারে ফেনী মডেল থানায় অবহিত করেন।
পরে মডেল থানা জেলা প্রশাসককে জানালে নবজাতকটিকে শারীরিক পরীক্ষা-নিরীক্ষার জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়।জেলা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক রফিকুল ইসলাম ও শিশু বিশেষজ্ঞ ডা. আজিজুল রহমান পরীক্ষা-নিরীক্ষা নবজাতকটি সুস্থ আছে বলে জানালে, জেলা শিশু বোর্ড নবজাতকটির দেখভালের জন্য ফেনীর স্বেচ্ছাসেবী সংগঠন সহায় এর তত্ত্বাবধানে দেন।
বিষয়টি নিশ্চিত করেন জেলা প্রবেশন অফিসার আলা উদ্দিন।
প্রত্যক্ষদর্শী নিলু বেগম জানান, তিনি ভোর তিনটায় সাহরি খাওয়ার উদ্দেশ্য উঠার পর বারান্দা থেকে শিশুর কান্না ও জোরে কুকুরের হাঁকডাক শুনতে পারেন, পরে এলাকার প্রহরীরা এগিয়ে আসায় নিলু বেগম ঘটনাস্থলে গিয়ে নবজাতকটিকে নিজের বাসায় নিয়ে যায়।
তিনি জানান, ২টি কুকুর অনেকক্ষণ পাহারা দিচ্ছিলো নবজাতকটিকে, তবে নবজাতকটিকে কে বা কারা ফেলে গেছে সে বিষয়ে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি। এ ব্যাপারে ফেনী মডেল থানায় অভিযোগ করা হয়েছে। ফেনী মডেল থানার পরিদর্শক (ওসি) নিজাম উদ্দিন জানান ঘটনাটি আমারা জেনেছি। নবজাতকটি কে জেলা প্রশাসকের মাধ্যমে স্বেচ্ছাসেবী সংগঠন সহায়ের তত্ত্বাবধানে রাখা হয়েছে।
সংগঠনটির সমন্বয়ক মঞ্জিলি আক্তার মিমি বলেন, নবজাতকটিকে দেখাশুনা করার জন্য আমাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে। আমরা নবজাতকটির দেখভাল করছি। সে এখন সুস্থ আছে।
purchase lasuna generic – where can i buy lasuna purchase himcolin generic
order besifloxacin online cheap – order carbocisteine online cheap order sildamax pill
gabapentin 100mg sale – purchase azulfidine pill azulfidine 500mg for sale
probenecid 500 mg usa – how to get benemid without a prescription order tegretol pills
buy mebeverine paypal – buy colospa 135 mg buy pletal without prescription
order celecoxib 200mg generic – celebrex 200mg oral buy indocin 50mg
diclofenac uk – aspirin 75 mg tablet buy aspirin generic
rumalaya canada – buy amitriptyline no prescription elavil 10mg cheap