ঢাকা, বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ০৪:৩৬ অপরাহ্ন
শ্রীমঙ্গলে আগাম ধানবীজ বিতরণের উদ্বোধন
এম.মুসলিম চৌধুরী শ্রীমঙ্গল

শ্রীমঙ্গলে সম্ভাব্য বন্যায় ক্ষয়ক্ষতি পুষিয়ে নিতে আগাম ধানবীজ বিতরণের উদ্বোধন

শ্রীমঙ্গল মৌলভীবাজার প্রতিনিধি:  রোপাআমন ধানের  ২১-২২ অর্থ বছরের বন্যায় সম্ভাব্য ক্ষয়ক্ষতি পুষিয়ে নিতে আগাম প্রস্তুতি  হিসাবে ক্ষুদ্র ও প্রান্তিক  কৃষকদের মধ্যে রোপাআমন ধানের নাবী জাতের বীজ বিনামূল্যে সহায়তা প্রদান ও আপদকালিন কৃষি পূর্নবাসন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।   মৌলভীবাজার ৪ আসনের সংসদ সদস্য উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি উপস্থিত থেকে এ কর্মসূচির উদ্বোধন করেন।

সোমবার (১৯ জুলাই) দুপুরে শ্রীমঙ্গল উপজেলা প্রাঙ্গণে কৃষি পূনর্বাসন ও বাস্তবায়ন কমিটির আয়োজনে ধান বীজ বিতরণ উদ্বোধনী অনুষ্টানে উপজেলা কৃষি কর্মকর্তা নিলুফার ইয়াসমিন মোনালিসা সুইটি ও শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো. আব্দুছ ছালেক উপস্থিত ছিলেন। এছাড়াও স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মী ও উপকারভোগি কৃষকবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published.

x