ফেনীর পরশুরাম উপজেলার রাজষপুর আলী আজ্জম চৌধুরী উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন ফেনী জেলা পরিষদ সদস্য ও পরশুরাম উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক এম. সফিকুল হোসেন মহিম।
কুমিল্লা শিক্ষা বোর্ড কর্তৃক প্রেরিত বিজ্ঞপ্তির মাধ্যমে এম. সফিকুল হোসেন মহিমকে সভাপতির পদে অনুমোদন দেয়া হয়।
বৈশ্বিক করোনা মহামারীর কারণে সারা দেশে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় নির্দিষ্ট সময়ে পূর্বের এডহক কমিটির মেয়াদ উত্তীর্ন হওয়ায়, কুমিল্লা শিক্ষাবোর্ড পুনরায় এডহক কমিটি গঠনের সিদ্ধান্ত নেয়। কুমিল্লা শিক্ষাবোর্ড যাচাই-বাচাই করে এ নির্দেশনা দেন। সামাজিক গ্রহনযোগ্যতা বিবেচনা করে অফিস আদেশের মাধ্যমে এম. সফিকুল হোসেন মহিমকে সভাপতি করে চার সদস্য বিশিষ্ট এডহক কমিটির গঠন করে বিজ্ঞপ্তি প্রকাশ করে।
কমিটির অন্যান্য সদস্যবৃন্দ হলেন সদস্য সচিব- পদাধিকার বলে প্রধান শিক্ষক এম.এম কামাল খান, শিক্ষক প্রতিনিধি জেলা শিক্ষা কর্মকর্তা কর্তৃক মনোনিত সফিকুর রহমান, অভিভাবক প্রতিনিধি উপজেলা নির্বাহী কর্মকর্তা কর্তৃক মনোনীত মোঃ হাসেম চৌধুরী।
১৯৮৪ সালে রাজষপুর আলী আজ্জম চৌধুরী উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠিত।