ঢাকা, বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ০৪:৪২ পূর্বাহ্ন
ওসমানী হাসপাতালের ওটি রিনোভেশন, রুটিন অপারেশন বন্ধ
রুবেল আহমদ সিলেট প্রতিনিধিঃ

সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের অপারেশন থিয়েটারগুলোর (ওটি) রিনোভেশন (নবরূপদান বা উন্নয়নমূলক সংস্কার কাজ) কাজের জন্য রুটিন অপারেশন বন্ধ থাকবে। তবে জরুরি অপারেশনগুলো ধারাবাহিকভাবে চলবে।

হাসপাতালে অক্সিজেনেরও কোনো সংকট নেই। এমন তথ্য জানিয়েছেন সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) হিমাংশু লাল রায়। তিনি ওসমানী হাসপাতালের উপপরিচালক ছিলেন। পদোন্নতি পেয়ে গতকাল রোববার তিনি বিভাগীয় পরিচালকের দায়িত্ব গ্রহণ করেছেন। হিমাংশু লাল রায় জানান, ওসমানী হাসপাতালের ওটিগুলো রিনোভেশন হবে। এজন্য ১৫-২০ দিন সময় লাগতে পারে।

এ সময়ে রুটিন অপারেশনগুলো বন্ধ রাখতে হবে। তবে ইমার্জেন্সি অপারেশন চলবে। গর্ভবতী মায়েদের অপারেশন হবে, ক্যান্সার আক্রান্ত রোগীদের অপারেশনও হবে। জরুরি অপারেশনগুলো প্রায়োরিটি ভিত্তিতে করা হবে। তিনি জানান, ওসমানী হাসপাতালে অক্সিজেনের কোনো সংকট নেই। হাসপাতালে প্রায় ১৪ হাজার লিটার অক্সিজেন সরবরাহের ব্যবস্থা আছে।

Leave a Reply

Your email address will not be published.

x