ঢাকা, শনিবার ২০ এপ্রিল ২০২৪, ০৪:৩২ অপরাহ্ন
আমতলী বকুলনেছা মহিলা কলেজের নতুন পরিচালনা পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
আমতলী (বরগুনা) প্রতিনিধি।

বরগুনার আমতলী উপজেলার একমাত্র নারী শিক্ষার প্রতিষ্ঠান বকুলনেছা মহিলা কলেজের নতুন পরিচালনা পরিষদের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ (সোমবার) বেলা ১২টায় বকুলনেছা মহিলা কলেজের হলরুমে কলেজ পরিচালনা কমিটির নতুন সভাপতি মাকসুদা আক্তার জোসনার সভাপতিত্বে গভনিং বডির মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক পৌর মেয়র মোঃ মতিয়ার রহমান। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মজিবুর রহমান, আমতলী সদর ইউপি চেয়ারম্যান মোঃ মোতাহার উদ্দিন মৃধা, কুকুয়া ইউপি চেয়ারম্যান মোঃ বোরহান উদ্দিন আহম্মেদ মাসুম তালুকদার, আমতলী সরকারী কলেজের প্রভাষক নজরুল ইসলাম তালুকদার, রিপোর্টার্স ইউনিটি সভাপতি খান মতিয়ার রহমানসহ কলেজের শিক্ষক ও কর্মচারীবৃন্দ।

উল্লেখ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ০৭ (ব-১০৬২) জাঃতীঃবিঃ/কঃপঃ/কোড- ১৬১৪/ ৫০৬৫২ নং স্বারকে কলেজ পরিদর্শক (ভারপ্রাপ্ত) ফাহিমা সুলতানা স্বাক্ষরিত গত ১২ জুলাই ২০২১ তারিখের এক পত্রে পূর্বের এডহক কমিটির সভাপতি বরগুনা জেলা প্রশাসক ও বিদ্যোৎসাহী সদস্য পরিবর্তন করে নতুন এডহক কমিটি ঘোষনা করেন। এই কমিটিতে সভাপতি হিসেবে উপজেলা পরিষদের সাবেক নারী ভাইস চেয়ারম্যান ও উপজেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাকসুদা আক্তার জোসনা এবং বিদ্যোৎসায়ী সদস্য হিসেবে হলদিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শহিদুল ইসলাম মৃধাকে মনোনয়ন দেয়া হয়েছে।

3 responses to “আমতলী বকুলনেছা মহিলা কলেজের নতুন পরিচালনা পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত”

  1. Kadeaffes says:

    Faculty of Pharmaceutical Sciences, Tokushima Bunri University Faculty of Pharmaceutical Sciences, Tokushima, Japan comprar levitra 10 mg These also can be given directly by mouth or applied to food

  2. NwmrOaQ says:

    033 in d and e and data of BrdU cells in mice with BrdU injected after TM administrationwere compared using Mann Whitney rank sum test p 0 propecia 5mg

  3. UGIqaW says:

    tadalafil cialis from india Generation of mouse Kcc2 reporter gene constructs and bioinformatics analysis

Leave a Reply

Your email address will not be published.

x