করোনা সংক্রমণ রুখতে পবিত্র ঈদুল আজহার পর কঠোর লকডাউনে যাচ্ছে দেশ। আগামী ২৩ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত এ লকডাউনে সরকারি-বেসরকারি অফিস-আদালত, শিল্প-কারখানাসহ সবকিছু বন্ধ থাকবে বলে জানানো হয়েছে।
তবে কঠোরতর এই লকডাউনের আওতা বহির্ভূত থাকবে সিলেট ৩ আসনের উপনির্বাচন।
রোববার (১৮ জুলাই) মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে এ নির্দেশনা দেয়া হয়েছে।
এতে বলা হয়েছে, আগামী ২৮ জুলাই সিলেট ৩ আসনের উপনির্বাচনের দিন ধার্য রয়েছে। এদিন নির্বাচনী এলাকা বিধি-নিষেধের আওতা বহির্ভূত রাখার আবেদন করে নির্বাচন কমিশন।
এর প্রেক্ষিতে আগামী ২৮ জুলাই অত্র এলাকায় নির্বাচন সংশ্লিষ্ট কার্যক্রম এবং এর সঙ্গে সংযুক্ত সরকারি-বেসরকারি বিভিন্ন অফিস/স্থাপনা বিধি-নিষেধের আওতামুক্ত থাকবে।