ঢাকা, শনিবার ২৫ জানুয়ারী ২০২৫, ০৫:০০ পূর্বাহ্ন
গত ২৪ ঘন্টায় টিকা নিলেন ১ লাখ ৮৫ হাজার ২১ জন
Reporter Name

এপর্যন্ত সারাদেশে ভ্যাকসিন দেওয়া হয়েছে ৪ কোটি ২৯ লাখ ৭০৫ ডোজ। রোববার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সী অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের (এমআইএস) পরিচালক অধ্যাপক ডা. মিজানুর রহমানের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

[৩] স্বাস্থ্য অধিদপ্তর জানায়, এখন পর্যন্ত কোভিশিল্ড ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন ৫৮ লাখ ২০ হাজার ৩৩ জন। আর দ্বিতীয় ডোজ নিয়েছেন ৪২ লাখ ৯৭ হাজার ৪০৮ জন। আর শুধু রোববার দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ৬৭০ জনকে। পাশাপাশি ফাইজারের টিকার প্রথম ডোজ দেওয়া হয়েছে ২ হাজার ৩৩১ জনকে আর এখন পর্যন্ত দেওয়া হয়েছে ৪৯ হাজার ৩১২ জনকে।

[৪] এছাড়া ৭ লাখ ৮৩ হাজার ৩৪৬ ডোজ সিনোফার্মের ভ্যাকসিন দেওয়া হয়েছে এখন পর্যন্ত। এর মধ্যে প্রথম ডোজ দেওয়া হয়েছে ১ লাখ ৩১ হাজার ৭৯৭ জনকে।

[৫] মডার্নার টিকা এখন পর্যন্ত দেওয়া হয়েছে ১ লাখ ৬০ হাজার ৪৫৯ ডোজ, আর শনিবার দেওয়া হয়েছে ৪৭ হাজার ৮৮৮ ডোজ। তাছাড়া টিকার জন্য এখন পর্যন্ত নিবন্ধন করেছেন ১ কোটি ৬ লাখ ১ হাজার ৩৩৪ জন। সম্পাদনা: মেহেদী হাসান

x