ঢাকা, বৃহস্পতিবার ১৬ জানুয়ারী ২০২৫, ০৫:২১ পূর্বাহ্ন
ইতালী প্রবাসী পরিবারের পক্ষ থেকে ভৈরবে অসহায়দের মাঝে ঈদ উপহার বিতরণ
জয়নাল আবেদীন রিটন, ভৈরব প্রতিনিধি

কিশোরগঞ্জের ভৈরবে জাতীয়তাবাদী পরিবারের পক্ষ থেকে করোনা ভাইরাসের প্রার্দুভাবে কর্মহীন ৩ শতাধিক অসহায় দরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ রবিবার সকাল ১১ টার সময় শিমুলকান্দি উচ্চ বিদ্যালয়ের মাঠে এ সামগ্রী বিতরণ করা হয়।

শিমুলকান্দি ইউনিয়ন জাতীয়তাবদীদল (বি এন পি ) সভাপতি মোস্তফা কামালের সভাপতিত্ত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভৈরব উপজেলা বি এন পি আহ্বাবায়ক মোঃ রফিকুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বি এন পি সদস্য সচিব মোঃআরিফুল ইসলাম,উপজেলা যুবদলের আহ্বাবায়ক দেলোয়ার হোসেন সুজন,উপজেলা যুবদরের সদস্য সচিব ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আল মামুন , শিমুলকান্দি ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ হারিছুল ইসলাম হারিছ, পৌর যুবদলের সাবেক সহ-সভাপতি মোঃ আসাদ মিয়া, পৌর শ্রমিক দলের সাধারণ সম্পাদক আব্দুর রউফ, উপজেলা ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক শহিদুল হক ইমন প্রমুখ।

পবিত্র ঈদুল আযহায় সানন্দে ঈদ উদযাপন করতে অসহায় প্রত্যেক পরিবারকে ৪ কেজি চাউল, ২ কেজি আলু, ২ কেজি তৈল, ১ কেজি পিয়াজ ও ১ কেজি ডাউল ঈদ উপহার হিসেবে বিতরণ করেন। এ  ছাড়াও বি এন পি’র বিভিন্ন অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্ধগণ উপস্থিত ছিলেন। উপহার সামগ্রী বিতরণ অনুষ্টানের সার্বিক সহযোগিতা করেন আরিফুল রুমান।

x