ঢাকা, শনিবার ২০ এপ্রিল ২০২৪, ১২:১৫ পূর্বাহ্ন
বরিশাল বিভাগে একদিনে আক্রান্ত-উপসর্গে মোট ১৩ জনের মৃত্যু
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

বরিশাল বিভাগে একদিনে করোনা ও উপসর্গ নিয়ে ১৩ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনায় সাতজন ও উপসর্গে ছয়জনের মৃত্যু হয়েছে। একইসময়ে বিভাগে নতুন করে ৬০০ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৪৯ দশমিক ৯ শতাংশ।

রোববার (১৮ জুলাই) সকালে বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনা-সংক্রান্ত সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

করোনায় মৃতদের মধ্যে বরগুনার তিনজন, পটুয়খালীর দুজন, ঝালকাঠী ও বরিশালে একজন করে ব্যক্তি রয়েছেন।

এদিকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের পরিচালক ডা. সাইফুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে ১০ জন মারা গেছেন। এদের মধ্যে করোনায় চারজন ও উপসর্গ নিয়ে ছয়জনের মৃত্যু হয়েছে। শনিবার (১৭ জুলাই) সকাল ৮টা পর্যন্ত হাসপাতালের ৩০০ শয্যার করোনা ইউনিটে চিকিৎসাধীন ছিল ২৮৩ জন। এদের মধ্যে করোনায় আক্রান্ত ৮৯ জন রয়েছেন।

তিনি আরও জানান, মেডিকেল কলেজের আরটি-পিসিআর ল্যাবে ২৪ ঘণ্টায় ১৮৯ জনের নমুনা পরীক্ষা করে ১০৭ জনের করোনা শনাক্ত হয়। শনাক্তের হার ৫৭ দশমিক ১৪ শতাংশ।

স্বাস্থ্য অধিদফতরের বরিশালে বিভাগীয় পরিচালক ডা. বাসুদেব কুমার দাশ জানান, বিভাগের ছয় জেলায় ১ হাজার ৫৩৫টি নমুনা পরীক্ষায় ৬০০ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৪৯ দশমিক ৯ শতাংশ। বিভাগে সংক্রমণের হার সবচেয়ে বেশি বরিশাল জেলায়। এ জেলায় ৪১৯ জনের নমুনা পরীক্ষায় নতুন করে ১৯৭ জনের শরীরে করোনা শনাক্ত হয়। শনাক্তের হার ৪৭ দশমিক ২ শতাংশ। এরপর পটুয়াখালী জেলায় ১৬০ জনের নমুনা পরীক্ষায় ৬৯ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৪৩ দশমিক ১৩ শতাংশ।

এদিকে ঝালকাঠীতে ২৮৯ জনের নমুনা পরীক্ষায় ১০৭ জনের করো শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩৭ দশমিক ২ শতাংশ। বরগুনায় ১৯২ জনের নমুনা পরীক্ষায় ৭০ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩৬ দশমিক ৪৬ শতাংশ।

এছাড়া ভোলায় ১৭৭ জনের নমুনা পরীক্ষায় ৬১ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩৪ দশমিক ৪৬ শতাংশ। পিরোজপুরে ২৯৮ জনের নমুনা পরীক্ষায় নতুন করে ৯৬ জনের শরীরে করোনা শনাক্ত হয়। শনাক্তের হার ৩২ দশমিক ২১ শতাংশ।

One response to “বরিশাল বিভাগে একদিনে আক্রান্ত-উপসর্গে মোট ১৩ জনের মৃত্যু”

  1. … [Trackback]

    […] Find More to that Topic: doinikdak.com/news/37582 […]

Leave a Reply

Your email address will not be published.

x