ঢাকা, মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০:২২ অপরাহ্ন
প্রবল বৃষ্টিতে মুম্বাইয়ে বাড়ি ধস, নিহত ২৫
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

প্রবল বৃষ্টিতে ভারতের মুম্বাইয়ে পৃথক বাড়ি ধসের ঘটনায় নিহত বেড়ে ২৫ জনের দাঁড়িয়েছে।

শনিবার গভীর রাতে মুম্বাইয়ের চেম্বুর ও সুরিয়া নগরে ভারি বর্ষণে দুটি বাড়ি ভেঙে যায়। খবর পেয়ে উদ্ধার কাজ শুরু করে পুলিশ ও বিপর্যয় মোকাবিলা বাহিনী।

ধ্বংসস্তূপ থেকে এখন পর্যন্ত ২৫ জনের লাশ উদ্ধার করা হয়েছে। অনেকেই ধ্বংসস্তূপের নিচে এখনও আটকে রয়েছেন বলে জানিয়েছেন উদ্ধারকারীরা।

ভারতীয় গণমাধ্যম দ্য হিন্দু  জানিয়েছে, ভাসি নাকা এলাকার চেম্বুরে ভেঙে পড়া বাড়ির নিচ থেকে ১৭ জনের দেহ উদ্ধার করা হয়েছে। দুজনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অন্যদিকে বিক্রোলির সুরিয়া নগর এলাকায় তিন জনের মৃতদেহ পাওয়া গেছে। আরও দুজনকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখনও উদ্ধার কাজ চলছে বলেই জানিয়েছে পুলিশ।

শুক্রবার থেকেই প্রবল বৃষ্টি শুরু হয়েছে মুম্বাইয়ে। ইতোমধ্যেই চুনাভাট্টি, দাদার, গাঁধী মার্কেট, চেম্বুর, কুরলা, বোরিভলি প্রভৃতি এলাকা পানির নিচে। আরও পাঁচ দিন মুম্বাইয়ে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।

3 responses to “প্রবল বৃষ্টিতে মুম্বাইয়ে বাড়ি ধস, নিহত ২৫”

  1. … [Trackback]

    […] Information to that Topic: doinikdak.com/news/37579 […]

  2. … [Trackback]

    […] Find More Information here to that Topic: doinikdak.com/news/37579 […]

  3. … [Trackback]

    […] Info on that Topic: doinikdak.com/news/37579 […]

Leave a Reply

Your email address will not be published.

x