ঢাকা, বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ০৭:৫১ পূর্বাহ্ন
আইসিসি ওয়ানডে সুপার লিগে অস্ট্রেলিয়াকে হটিয়ে ২ নাম্বারে বাংলাদেশ
Reporter Name

২০২৩ বিশ্বকাপ সরাসরি খেলতে আইসিসি ওয়ানডে সুপার লিগের সেরা সাতে থাকতে হবে বাংলাদেশকে। ফলে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজটি বাংলাদেশের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। সেই লক্ষ্যে সিরিজের প্রথম ম্যাচটি ১৫৫ রানে জিতে তিনে থাকা অস্ট্রেলিয়ার সঙ্গে পয়েন্ট ব্যবধান বাড়িয়ে নিয়েছে দুই নম্বরে থাকা বাংলাদেশ।

শুক্রবার জিম্বাবুয়েকে হারিয়ে ১০ পয়েন্ট অর্জন করেছে লাল-সবুজ জার্সিধারীরা। বাংলাদেশের আগে আছে কেবলমাত্র ইংল্যান্ড। ১৫ ম্যাচে তাদের সংগ্রহ ৯৫ পয়েন্ট। অন্যদিকে ১০ ম্যাচ খেলে বাংলাদেশের সংগ্রহ ৬০ পয়েন্ট। তিন নম্বরে থাকা অস্ট্রেলিয়ার পয়েন্ট ৪০। জিম্বাবুয়েকে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ হোয়াইওয়াশ করতে পারলে বাংলাদেশ ৮০ পয়েন্ট নিয়ে সুবিধাজনক অবস্থানে থাকবে।

মূলত ২০২৩ বিশ্বকাপের আয়োজক ভারত। তাদের সঙ্গে এই সুপার লিগের শীর্ষ ৭ দল সরাসরি বিশ্বকাপে সুযোগ পাবে। বাকি দুই দলকে খেলতে হবে বাছাই পর্ব।

১৫ ম্যাচ খেলে আপাতত শীর্ষে থাকা ইংল্যান্ড ৯ জয়ে পেয়েছে ৯৫ পয়েন্ট। তাদের পরেই অবস্থান বাংলাদেশের। ১০ ম্যাচ খেলে ৬ জয়ে বাংলাদেশের সংগ্রহ ৬০।  অস্ট্রেলিয়া ৬ ম্যাচের চারটিতে জিতে ৪০ পয়েন্ট নিয়ে টেবিলের তিন নম্বরে।

২০২৩ বিশ্বকাপের স্বাগতিক হওয়ার কারণে ভারতের পয়েন্ট গুরুত্বপূর্ণ নয়। তারা সরাসরি বিশ্বকাপ খেলার সুযোগ পাবে।

One response to “আইসিসি ওয়ানডে সুপার লিগে অস্ট্রেলিয়াকে হটিয়ে ২ নাম্বারে বাংলাদেশ”

  1. … [Trackback]

    […] Read More on on that Topic: doinikdak.com/news/37130 […]

Leave a Reply

Your email address will not be published.

x