ঢাকা, শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১০:৫৮ অপরাহ্ন
ফরিদপুরে লকডাউন শিথিল হলেও ব্যবসাপ্রতিষ্ঠানে চলছে মন্দাভাব
মোঃ রিফাত ইসলাম, ফরিদপুর

সারাদেশের মতো ফরিদপুরে লকডাউন শিথিল হলেও ব্যবসাপ্রতিষ্ঠানে চলছে মন্দাভাব । কেননা গত দু’দিন ধরে তেমন একটা সুবিধা করতে পারেননি ব্যবসায়ীরা। আগামী ২৩ তারিখ পর্যন্ত সারাদেশে লকডাউন শিথিল হলেও এ জেলায় ব্যবসায়ীদের দুরবস্থা চলছে। একই সাথে গত দু’দিনে তেমন একটা বিক্রি হয়নি বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।

আজ সকালে বিভিন্ন বাজারে  খোঁজ নিয়ে দেখা গেছে শহরের বিভিন্ন বিপণি বিতান ও মার্কেট খোলা থাকলেও তাতে প্রচুর লোক সমাগম ঘটে। কিন্তু বেচাকেনা আগের মত তেমন জমে উঠেনি। এছাড়া লকডাউন অনেকদিন স্থায়ী করার কারণে বেশিরভাগ কেতা সাধারন এখনো ঈদের মার্কেট করতে পারেননি।

ফলশ্রুতিতে ফরিদপুরের প্রতিষ্ঠিত  ও  ফুটপাতের ব্যবসায়ীরা ও এখনো তেমন বেচা বিক্রি করতে পারেননি।

অন্যদিকে এ সময়ে বেশকিছু দোকানে বিভিন্ন রকম ছাড়ের অফার ঘোষণা করলেও তাতে কাঙ্ক্ষিত ক্রেতা পাননি।

এদিকে লকডাউন খুলে দেওয়ায় শহরের বেইলি ব্রিজে আগের মত পথচারীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে। এছাড়া শহরের প্রত্যেকটি রাস্তাঘাটে  রিকশা ও অটোরিকশা ভ্যান সহ বিভিন্ন ধরনের পরিবহন বেড়েছে।

ব্যবসায়ীরা আশা করছেন ঈদের আগে হয়তো তাদের ব্যবসা কিছুটা হলে বাড়বে।

One response to “ফরিদপুরে লকডাউন শিথিল হলেও ব্যবসাপ্রতিষ্ঠানে চলছে মন্দাভাব”

  1. … [Trackback]

    […] There you will find 91434 more Info on that Topic: doinikdak.com/news/37006 […]

Leave a Reply

Your email address will not be published.

x