জানা গেছে উক্ত মাদক সম্রাট শামছুল হক ভূরুঙ্গামারী বাজার সংলগ্ন হোটেল ব্যবসার আড়ালে দীর্ঘদিন থেকে মাদক ব্যবসা চালিয়ে আসছে । সে বাগভান্ডার গ্রামের মৃত হায়াত আলীর ছেলে। তার নামে আদালতে তিনটি মাদক মামলা চলমান আছে। অন্য দিকে, মানিককাজি গ্রামের মজিবর রহমানের পুত্র মাদক কারবারী জহুরুল হক এলাকায় দীর্ঘদিন যাবত ফেনসিডিল ব্যবসার সাথে জড়িত আছে বলে জানায় এলাকাবাসি ।
ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ আলমগীর হোসেন বলেন, আটককৃত দুই ব্যক্তির নামে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি প্রক্রিয়া শেষে তাদেরকে আদালতে প্রেরণ করা হবে।