ঢাকা, শনিবার ০৮ ফেব্রুয়ারী ২০২৫, ০৩:৫২ অপরাহ্ন
রামপালে ২গাঁজা ব্যবসায়ীকে আটক করলেন চেয়ারম্যান
মল্লিক জামান রামপাল, বাগেরহাট

রামপালে  ২গাঁজা ব্যবসায়ীকে আটক করল চেয়ারম্যান মোঃ আব্দুল্লাহ ফকির

বাগেরহাটের রামপালে  ৪কেজি ১শত গ্রাম গাজা সহ দুই গাঁজা ব্যবসায়ীকে আটক করা হয়েছে। উপজেলার বাইনতলা ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আব্দুল্লাহ ফকির বৃহস্পতিবার দিবাগত  রাত আনুমানিক  ৩টায় চাকশ্রী বাজার এলাকা থেকে তাদের আটক করে। আটককৃতরা হল বাঁশতলী ইউনিয়নের মোসলেম চৌধুরীর ছেলে মেজবাহ চৌধুরী (৩৫) এবং একই ইউনিয়নের গিলাতলা গ্রামের মৃত ইলিয়াস সেখ’র পুত্র মামুন শেখ (৩৮)।

বাইনতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান  মোঃ আব্দুল্লাহ ফকির সাংবাদিকদের জানান যে, কাজ শেষে রাত ৩টা নাগাদ তিনি বাড়ী ফিরছিলেন। এ সময়  তার পাশ থেকে একটি মটর সাইকেলে  দুই জন লোক অতিক্রম করছিলেন। এত গভীর রাতে মটর সাইকেল যাওয়ায় তার সন্দেহ হয়। এ সময় তিনি তাদের গাড়ী থামাতে বললে তারা গাড়ীর না থামিয়ে গতি বাড়িয়ে দিয়ে দ্রæত চলে যাওয়ার চেষ্টা করে। এতে সন্দেহ হলে তিনি তার সঙ্গীয় লোক জন নিয়ে তাদের ধাওয়া করে ধরে ফেলে। এ সময় তাদের আচারন অসংলগ্ন হওয়ায় তাদের মটর সাইকেল তল্লাশী করে ব্যাগ থেকে এ বিপুল পরিমান গাঁজা উদ্ধার করেন। এর পর তিনি দুই গাঁজা ব্যবসায়ীকে রামপাল থানা পুলিশের কাছে হস্তান্তর করেছেন। রামপাল থানা অফিসার-ইন-চার্জ মোঃ সামসুদ্দিন বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন।

x