ঢাকা, সোমবার ১৭ ফেব্রুয়ারী ২০২৫, ০৯:২৭ পূর্বাহ্ন
রামপালে স্বাস্থ্যবিধি মেনে কোরবানীর পশুর হাট, ক্রেতা শূন্য বাজার
মল্লিক জামান রামপাল, বাগেরহাট।

রামপালে স্বাস্থ্যবিধি মেনে কোরবানীর প্রধান পশুর হাট বসলে ও ক্রেতা শূন্য ফয়লা বাজার

বাগেরহাটের রামপালের সবচেয়ে বড় কোরবানীর পশুর হাট ফয়লা বাজারে স্বাস্থ্যবিধি মেনে শুরু হয়েছে কোরবানীর পশুর হাটের বেচাকেনা। বাজারে বেশ গরু আসলে ও প্রথম দিনে ক্রেতা প্রায় ক্রেতা শূন্য ছিল ফয়লা বাজার।

কোরবানী এখন ও কয়েক দিন বাকী থাকায় এবং করোনার ভয়ে অনেকে বাজারে না আসায় এমন হয়েছে বলে বাজার সংশ্লিষ্টরা মনে করছেন। তারা মনে করেন কোরবানীর সময় কাছে এসে গেলে ঠিকই বাজারে লোক সমাগম বেড়ে যাবে এবং অন্যান্য বছরের মত সবচেয়ে বেশী গরু এ বাজার থেকেই বিক্রয় হবে। করোনার কারনে গরুর দাম ও এ বছর তুলনা মূলক কম হতে পারে বলে বাজার সংশ্লিষ্টরা মনে করছেন।

x