ঢাকা, বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০:০৭ পূর্বাহ্ন
রামপালে সাবেক জেলা জজ জালাল উদ্দিন উদ্যোগে ৪হাজার লিটার অক্সিজেন হস্তান্তর
রামপাল (বাগেরহাট) প্রতিনিধি

রামপালে সাবেক জেলা জজ জালাল উদ্দিন উদ্যোগে ৪হাজার লিটার অক্সিজেন হস্তান্তর

বাগেরহাট জেলার রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা রোগীদের সেবা নির্বিঘœ করার লক্ষে ২হাজার লিটারের দুটি ( মোট ৪ হাজার লিটার) অক্সিজেন সিলিন্ডার ও আনুষাঙ্গিক সরঞ্জামাদী হস্তান্তর করা হয়েছে। রামপাল উপজেলার কুমলাই গ্রামের কৃতি সন্তান ও অবসর প্রাপ্ত জেলা জজ আলহাজ্ব শেখ জালাল উদ্দিন আহমেদ ও উজলকুড় ইউনিয়নের কৃতি সন্তান ও সমাজ সেবক শেখ আশরাফ হোসেন (সিএ) উদ্যোগে ও অর্থায়নে বৃহস্পতিবার সকাল ১০টায় এ অক্সিজেন সিলিন্ডার হস্তান্তর করা হয়।

জানা গেছে যে, করোনা সংকটে যাতে রামপাল উপজেলার সকল শ্রেনীর মানুষ অক্সিজেন সুবিধা পায়, এ জন্য তারা এ উদ্যোগ গ্রহন করেছেন। অবসর প্রাপ্ত জেলা জজ শেখ জালাল উদ্দিন’র পক্ষে  সাংবাদিক সেখ মোঃ হাফিজুর রহমান ও শেখ আশরাফ হোসেন’র পক্ষে সেখ শাওন উপস্থিত থেকে এ অক্সিজেন হস্তান্তর করেন। এ সময় উপস্থিত ছিলেন রামপাল উপজেলা নির্বাহী অফিসার মোঃ কবির হোসেন, থানা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুকান্ত পাল, চ্যানেল ২৪’র জেলা প্রতিনিধি আরিফুল ইসলাম আকুঞ্জি, রামপাল প্রেসক্লাবের সভাপতি হাওলাদার আঃ হাদি, মোঃ বায়েজিদ হোসেন ।

2 responses to “রামপালে সাবেক জেলা জজ জালাল উদ্দিন উদ্যোগে ৪হাজার লিটার অক্সিজেন হস্তান্তর”

  1. … [Trackback]

    […] Find More here on that Topic: doinikdak.com/news/36692 […]

  2. jarisakti says:

    … [Trackback]

    […] Find More on that Topic: doinikdak.com/news/36692 […]

Leave a Reply

Your email address will not be published.

x