ঢাকা, শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ০৬:৩৭ অপরাহ্ন
মাদারীপুরে ভ্যাট ও জরিমানা মওকুফের দাবিতে ঠিকাদারদের মানববন্ধন
কাজী নাফিস ফুয়াদ মাদারিপুর

মাদারীপুরে ভ্যাট ও জরিমানা মওকুফের দাবিতে ঠিকাদারদের মানববন্ধন

প্রতি মাসে ভ্যাট এর জরিমানা মওকুফের দাবিতে মানববন্ধন করেছেন মাদারীপুরের ঠিকাদাররা। বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই কর্মসূচি পালন করা হয়। এতে জেলা শতাধিক ঠিকাদার প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী অংশ নেয়।মানববন্ধরে বক্তারা বলেন, সরকার চলতি অর্থবছরে ঠিকাদার প্রতিষ্ঠানগুলোয় নতুন করে একটি প্রজ্ঞাপন জারি করে। এতে প্রতি মাসে রিটার্ন দাখিল করতে হবে। প্রতি মাসে রিটার্ন দাখিল না করলে ভ্যাটসহ জরিমানা দিতে সব ঠিকাদার প্রতিষ্ঠানকে। এরই প্রতিবাদে ও ভ্যান ও জরিমানা মওকুফের দাবি জানিয়ে মানববন্ধন করে মাদারীপুরের ঠিকাদাররা।

ঘন্টাব্যাপী মানববন্ধনে মানববন্ধন শেষে ঠিকাদাররা জেলা প্রশাসক রহিমা খাতুনের কাছে স্মারকলিপিও প্রদান করে তারা।এতে অংশ নেন মাদারীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলার প্রথম শ্রেণির ঠিকাদার কাজল কৃষ্ণ দে। এ ছাড়াও অংশ নেন মাসুদুর রহমান বাবু শরীফ, ইলিয়াস হাওলাদার, শাজাহান হাওলাদার, আতাহার সরদার, জাকির হাওলাদার,সাইফুর রহমান রুবেল খান, সোহাগ হাওলাদার, নজরুল ইসলাম মনিরসহ জেলার বিভিন্ন প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী উপস্থিত ছিলেন। উক্ত মানববন্ধনের সঞ্চালনা করেন লিলি কর্পোরেশন স্বত্বাধিকারী শফিকুল ইসলাম তরুণ হাওলাদার।

One response to “মাদারীপুরে ভ্যাট ও জরিমানা মওকুফের দাবিতে ঠিকাদারদের মানববন্ধন”

  1. Hi great website! Does running a blog like this require a great deal of work?

    I have absolutely no knowledge of programming however I was hoping to start my own blog in the near future.
    Anyways, should you have any recommendations or techniques for new blog owners please share.
    I understand this is off subject however I simply needed to ask.
    Thank you!

Leave a Reply

Your email address will not be published.

x