ঢাকা, বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ০৮:১৫ অপরাহ্ন
আত্রাইয়ে কঠোর লকডাউনের ১৪ দিনে ৭৬ হাজার ৫০০ টাকা জরিমানা আদায়
আত্রাই (নওগাঁ) প্রতিনিধি

নওগাঁর আত্রাইয়ে কঠোর লকডাউনের ১৪ দিনে ৭৬ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। সরকারী নির্দেশনা অমান্য করায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে জরিমানার এ অর্থ আদায় করা হয়।

জানা যায়, কোভিট-১৯ সংক্রমণ রোধে গত ১ জুলাই থেকে ১৪ জুলাই পর্যন্ত দেশে কঠোর লকডাউন ছিল। এ সময় দেশের অন্যান্য স্থানের ন্যায় আত্রাইয়েও যানবাহন চলাচল ও দোকানপাট বন্ধ ছিল।

বিনা প্রয়োজনে লোকজনকে ঘর থেকে বের না হওয়ার জন্য সরকারী নির্দেশনা ছিল। বিভিন্ন ক্ষেত্রে সরকারী নির্দেশনা অমান্য করার অপরাধে উপজেলা নির্বাহী অফিসার মো. ইকতেখারুল ইসলাম ও সহকারী কমিশনার (ভূমি) মন্ধসঢ়;জুরুল আলম পৃথক ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৭৬ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করেন। উপজেলা নির্বাহী অফিসার ইকতেখারুল ইসলাম বলেন, কঠোর লকডাউন চলমান অবস্থায় উপজেলার বিভিন্ন স্থানে সরকারী নির্দেশনা অমান্য করায় গত ১৪ দিনে এসিল্যান্ড ও আমার পক্ষ থেকে ১৬৮ টি মামলা করা হয়।

আর এসব মামলার বিপরীতে ৭৬ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়। মূলত করোনাভাইরাস সংক্রমণ রোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যেই এসব ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।

Leave a Reply

Your email address will not be published.

x