ঢাকা,রবিবার ০৪ জুলাই ২০২১, ০২:৩৫ অপরাহ্ন
মেহেরপুরের গাংনীতে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

মেহেরপুরে আসন্ন ঈদ উল আযহাকে সামনে রেখে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ করছেন গাংনী পৌর মেয়র আহম্মেদ আলী।

গাংনী পৌরসভার কর্মহীন, দুস্থ ও অসহায় মানুষের মাঝে এ ঈদ উপহার বিতরণ করা  হয়।

আজ বৃহস্পতিবার (১৫ জুলাই) সকাল ১১ টার দিকে ওই ঈদ উপহার বিতরণ কার্যক্রম শুরু করনে তিনি।

এ সময় ৩ হাজার ৮১ জনকে ১০ কেজি ও ৬শ ৬৬ জনকে ১৫ কেজি করে চাল এবং ১শ ৫০ জনকে নগদ ৭শ টাকা করে দেওয়া হবে বলে জানায় পৌর মেয়র আহম্মেদ আলী।

প্রধানমন্ত্রীর ঈদ উপহার হাতে পেয়ে খুশি পৌর সভার কর্মহীন, দুস্থ ও অসহায় মানুষেরা।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমী খানম।

আরো উপস্থিত ছিলেন, ট্যাগ অফিসার প্রকৌশলী মাহফুজুর রহমান, পৌরসভার উচ্চমান সহকারী জামিরুল ইসলাম টিক্কা বিশ্বাস প্রমূখ।

উদ্বোধনকালে পৌর মেয়র আহম্মেদ আলী বলেন, বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্মহীন, দুস্থ ও অসহায় মানুষের ঈদ উৎযাপনের জন্য ঈদ উপহার দিয়েছেন। আমরা জনপ্রতিনিধিরা সেই উপহার তাদের মাঝে পৌছে দিচ্ছি।

One response to “মেহেরপুরের গাংনীতে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ”

  1. … [Trackback]

    […] Read More Information here on that Topic: doinikdak.com/news/36499 […]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *