ঢাকা,রবিবার ০৪ জুলাই ২০২১, ০২:৩৫ অপরাহ্ন
মুক্তিযোদ্ধা সন্তান সংসদ’র কার্যনির্বাহী সদস্য হলেন ফেনীর রাবেয়া
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ’র কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন ফেনীর মেয়ে রাবেয়া বেগম। মঙ্গলবার মুক্তিযোদ্ধা সন্তান সংসদ’র চেয়ারম্যান সোলায়মান মিয়া ও মহাসচিব সফিকুল ইসলাম বাবু কমিটির আংশিক বাকি অংশের নেতৃবৃন্দের নাম ঘোষণা করেন।

রাবেয়া বেগমকে কার্যনির্বাহী সদস্য নির্বাচিত করায় তিনি মু্িক্তযোদ্ধা সন্তান সংসদ’র চেয়ারম্যান সোলায়মান মিয়া ও মহাসচিব সফিকুল ইসলাম বাবুকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
পাশাপাশি বাংলাদেশের সকল বীর মুক্তিযোদ্ধার সন্তানদের এবং বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কেন্দ্রীয় কমিটি সহ সকল জেলা-উপজেলা পর্যায়ের বীর মুক্তিযোদ্ধা সন্তান সংসদ সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানান।
উল্লেখ্য; রাবেয়া বেগম পশ্চিম ছাগলনাইয়ার বীর মুক্তিযোদ্ধা হাবিব উল্যাহ তৃতীয় কন্যা ও স্টার লাইন গ্রুপের ভাইস চেয়ারম্যান জাফর উদ্দিন’র ব্যক্তিগত সহকারী মো: সেলিম ভূঞার সহধর্মিনী।

এছাড়াও রাবেয়া বেগম ফেনী জেলা মুক্তিযোদ্ধা সন্তান সংসদ’র কার্যনির্বাহী কমিটির সদস্য ও চট্টগ্রাম বিভাগীয় মুক্তিযোদ্ধা সন্তান সংসদ’র মহিলা ও শিশু বিষয়ক সম্পাদক ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *