শরীয়তপুরে সদর উপজেলার ডোমসার ইউনিয়নের পক্ষ থেকে করোনা মহামারীর কারনে কর্মহীন হয়ে পরা অটোচালক, অটোভ্যান চালক, মোটরসাইকেল চালক,সিএনজি চালক, নৌকার মাঝি, নসিমন চালক, কাঠমিস্ত্রি, রাজমিস্ত্রিদের মাঝে ১০ কেজি করে জি আর চাল বিতরণ করা হয়েছে। বুধবার (১৩ জুলাই) সকাল ১১ টায় ইউনিয়ন পরিষদে এ চাল বিতরণ করা হয়।
এই সময় উপস্থিত ছিলেন ডোমসার ইউনিয়নের চেয়ারম্যান চানমিয়া মাদবর, প্যানেল চেয়ারম্যান -১ আমির শিকদার সহ ইউনিয়ন পরিষদের সকল সদস্য বৃন্দ
জি আর চাল বিতরণের সময় ট্যাগ অফিসার হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা দারিদ্র বিমোচন কর্মকর্তা সেলিনা পারভীন।
জি আর চাল বিতরণ কালে ডোমসার ইউনিয়নের চেয়ারম্যান চানমিয়া মাদবর বলেন,মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা করোনার এই সংকটকালে অসাহয় গরীব দুঃখী গাড়ী চালক, কাঠমিস্ত্রি, রাজমিস্ত্রিদের মাঝে ১০ কেজি করে জি আরের চাল দেওয়ায় আমি আমার ইউনিয়নের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দিচ্ছি।
ডোমসার ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান -১ আমির শিকদার বলেন,আমরা আজ আমাদের ইউনিয়নের ২৮৪ জনকে জি আর এর ১০ কেজি করে চাল বিতরণ করেছি আমাদের এই চাল বিতরণ কার্যক্রম অব্যহত থাকবে।