মেহেরপুরে বিদ্যুৎপৃষ্ট হয়ে আছিয়া খাতুন(৬০) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।
বুধবার (১৪ জুলাই) তার মৃত্যু হয়। নিহত আছিয়া খাতুন সদর উপজেলার গোভিপুর গ্রামের পিরু মালিথার স্ত্রী।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, আছিয়া খাতুন তার নিজ বাড়িতে প্রেসার কুকারে ভাত রান্না করার সময় অসাবধানবশত বৈদ্যুতিক তারে হাত পড়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়। তারা চিৎকারে আশপাশের লোকজন এসে উদ্ধার করে, মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ দারা খান বিদ্যুৎস্পৃষ্টে নিহতের ঘটনা নিশ্চিত করেছেন ।