গাজীপুরের শ্রীপুরে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ভিজিএফ এর চাল বিতরণ করা হয়েছে।
গতকাল বুধবার উপজেলার গাজীপুর, কাওরাইদ ও বরমী ইউনিয়নের প্রায় ১৪ হাজার মানুষের মাঝে প্রধানমন্ত্রীর উপহার ভিজিএফের চাল (খাদ্যশস্য) বিতরণ করেছেন গাজীপুর ৩ আসনের সংসদ সদস্য মুহাম্মদ ইকবাল হোসেন সবুজ।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. তরিকুল ইসলাম, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এড.সামছুল আলম প্রধান, ভাইস চেয়ারম্যান মাহতাবউদ্দিন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা একেএম মোহিতুল ইসলাম, কাওরাইদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুল হক, বরমী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তোফাজ্জল হোসেন।